AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ আজ মাঠে নামবে সিরিজ জয়ের প্রত্যয়ে


Ekushey Sangbad

১২:০১ পিএম, সেপ্টেম্বর ২৮, ২০১৬
বাংলাদেশ আজ মাঠে নামবে সিরিজ জয়ের প্রত্যয়ে

একুশে সংবাদ  :  সফররত আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। দিবা-রাত্রির এ ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। গত রোববার প্রথম ওয়ানডেতে জয় পায় টাইগাররা। ওই ম্যাচে শেষ বেলায় দারুণ স্নায়ুর পরীক্ষায় জিতেছে বাংলাদেশ। বড় দল হলেও স্বরূপটা দেখাতে পারেনি। এদিকে বাংলাদেশ আজ মাঠে নামবে জয়ের প্রত্যয়ে ও অনেক লক্ষ্য নিয়ে। তার একটি সিরিজ ৩-০ করা। স্বভাবতই আজ জয়ের বিকল্প নেই। এদিকে আজ জয় পেলে দলীয় একটি মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের জয়টি ছিল ওয়ানডেতে বাংলাদেশের ৯৯তম জয়। আজকে জয় এলে তা হবে শততম জয়। এদিকে আজকের জয়ে হবে সিরিজ জয়ও! গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, মাইলফলক স্পর্শ করতে চান তারা পরদিনই (আজ)। তার ভাষায়, ‘বাংলাদেশের জন্য এটি বড় অর্জন হবে। আমরা চেষ্টা করব দ্বিতীয় ম্যাচেই যেন সেটা হয়। এজন্য আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।’ সিরিজ ও শততম জয়ের ম্যাচ আজপ্রসঙ্গত, ১৯৮৬ এশিয়া কাপে শ্রীলঙ্কার মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডের আঙিনায় পা রাখে বাংলাদেশ। অভিষেক থেকে টানা ২২ ম্যাচ ছিল শুধুই হার। অবশ্য এই ২২ ম্যাচ খেলতে লেগে যায় ১২ বছরের বেশি! ২৩তম ওয়ানডেতে বাংলাদেশ পায় প্রথম জয়ের স্বাদ। ১৯৯৮ সালে ভারতে ত্রিদেশীয় টুর্নামেন্টে ৬ উইকেটে হারায় কেনিয়াকে। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রফিক। দ্বিতীয় ও তৃতীয় জয় ছিল ১৯৯৯ বিশ্বকাপে স্কটল্যান্ড ও পকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে সেই জয়ের হাত ধরেই পরের বছর ধরা দেয় টেস্ট মর্যাদা। কিন্তু ওয়ানডেতে বাংলাদেরে জয় খরা দীর্ঘায়িত হতেই থাকে। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আবার টানা ২৩ ম্যাচ হারে বাংলাদেশ, ওয়ানডেতে যা এখনও কোনো দলের টানা ম্যাচ হারার রেকর্ড। ২৪তম ম্যাচটিতেও ছিল হারের শঙ্কা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হলে হারের ধারা বন্ধ হয়। ২০০৩ সালে আবার টানা ১৮ ম্যাচ হারে বাংলাদেশ। টানা ৪৭ ম্যাচ জয়বঞ্চিত থাকার পর অবশেষে আরেকটি জয় ধরা দেয় ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ২০০৪, ২০০৭ ও ২০১০ সালে তিন দফায় টানা ১০ ম্যাচ হারে বাংলাদেশ। তবে শুরুর সময়টার মতো অত লম্বা সময় জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি আর। গত ক’বছর ধরে তো জয় আসছে নিয়মিতই। নিউজিল্যান্ডকে দু’বার, পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ, জিম্বাবুয়েকে করছে নিয়মিতই। সিরিজ ও শততম জয়ের ম্যাচ আজ২০০৯ সালের ১৬ অাগস্ট বুলাওয়াওয়েতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারানোর ম্যাচটি ছিল বাংলাদেশের ৫০তম জয়। সেই ম্যাচেই অপরাজিত ১৯৪ রান করে সাঈদ আনোয়ারের বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন চার্লস কভেন্ট্রি। পরে তামিম ইকবালের ১৫৬ রানের ইনিংসে ৩১২ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এদিকে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত মোট ৩১৩টি ওয়ানডে খেলে বাংলাদেশ। প্রথম ৫০ জয়ের দেখা পেতে খেলতে হয়েছিল ২০৫ ম্যাচ। আজ আফগানিস্তানকে হারাতে পারলে পরের ৫০ জয় হয়ে যাবে ১০৯ ম্যাচেই! বাংলাদেশ সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৮৮৩ ম্যাচ খেলে জিতেছে ৫৪৬টি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান জিতেছে সমান ৪৫৪ ম্যাচ। যদিও ভারত ম্যাচ খেলেছে ৮৯৯ টি, পাকিস্তান ৮৬৩। বাংলাদেশ সবচেয়ে বেশি ৩৯ বার হারিয়েছে জিম্বাবুয়েকে। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি জয় এসেছে কেনিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজ ও শততম জয়ের ম্যাচ আজবাংলাদেশের সম্ভাব্য একাদশ : আজকের দিবা-রাত্রির ম্যাচে বিশেষ কোনো অঘটন না হলে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেক্ষেত্রে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের অপেক্ষা আরও বাড়বে। এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেও ওয়ানডেতে এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। মোসাদ্দেকের সঙ্গে বেঞ্চ গরম করতে হতে পারে নাসির হোসেন ও শফিউল ইসলামের। অন্যদিকে, আফগানিস্তান দলে পরিবর্তন আসতে পারে। নাভিন-উল-হকের জায়গায় দেখা যেতে পারে করিম জানাতকে। গত ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছর বয়সী পেসার নাভিন-উল-হকের। বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য) তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ। আফগানিস্তান স্কোয়াড (সম্ভাব্য) মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), শাবির নূরী, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসঘার স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশীদ খান, মিরওয়াইস আশরাফ, দৌলৎ জাদরান, নাভিন-উল-হক।   একুশে সংবাদ ডটকম//এমএ//২৮-০৯-২০১৬
Link copied!