AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রবীনদের সামাজিক অনুষ্ঠানে সম্পৃক্ত করে তাদের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব


Ekushey Sangbad

০৫:০৩ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০১৬
প্রবীনদের সামাজিক অনুষ্ঠানে সম্পৃক্ত করে তাদের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ অবলেন্দু বিশ^াস বলেছেন বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে নারী প্রায় ৭২ বছর এবং পুরুষের ৭০ বছর দাড়িয়েছে। এ থেকে বোঝা যায় দেশে সিনিয়র সিটিজেনের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে মোট জনসংখ্যার শতকরা ৭.০ ভাগ প্রবীণ। যা ২০৩০ সালে ১১.৫ ভাগ এবং ২০৫০ সালে ২১.৫ ভাগে গিয়ে দাড়াবে। ফলে প্রবীনরা নানা সমস্যার সম্মুখিন হচ্ছে এবং ক্রমাগত ভয়াবগ রূপ ধারণ করছে। প্রবীন জনগোষ্ঠীর আর্থ সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে সরকার জাতীয় প্রবীন নীতি-২০১৩ অনুমোদন করেছেন। প্রবীনদের সামাজিক অনুষ্ঠানে সম্পৃক্ত করা ও তাদের মতামত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে দেশ এবং জাতির উন্নয়ন সম্ভব। “প্রবীণের জন্য চাই প্রত্যাশিত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে প্রবীন অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পের আওতায় দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বহুব্রীহি সংস্থা ও জেলা ওয়ার্কিং কমিটির যৌথ আয়োজনে হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ৩ দিন ব্যাপী প্রবীন সাংস্কৃতিক উৎসের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। প্রবীন অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান জেলা ওয়ার্কিং কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বহুব্রীহি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে সমাজসেবা অধিদপ্তর দিনাজপুর এর উপ পরিচালক মিঃ স্টিফেন মুর্মু, নবরূপীর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান শাহ্্, বিশিষ্ট লেখিকা, সমাজকর্মী ও উত্তর বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিনাত রহমান বক্তব্য রাখেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বহুব্রীহি সংস্থার জেলা সমন্বয়কারী মোঃ আখিদুজ্জামান। সারাদিন ব্যাপী তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক গোষ্ঠীদের গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চ্যানেল আই’এর ক্ষুদে শিল্পী আশা ও ঝুমা সঙ্গীত পরিবেশন করে।   একুশে সংবাদ ডটকম//আরিফ//২৬-০৯-২০১৬
Link copied!