AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরের ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad

০৩:২৬ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০১৬
লালপুরের ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

একুশে সংবাদ: পৈত্রিক ভূমি সুরাহা নিতে অহেতুক নিপিরণ করায় নাটরের লালপুর থানাধীন গোপালপুর উপজেলা পরিষদ অফিসের ইউএনও নজরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নিপিরণের শিকার এসএম তারেকুজ্জামান। আজ সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তারিকুজ্জামান বলেন, আমার পিতার সাময়িক অনুপস্থিতিতে স্থানীয় সরকার কর্তৃক ভূমি অধগ্রহণ না করে অবৈধভাবে মালিকানা ৭৩ শতাংশ সম্পত্তির উপর উপজেলা ভূমি অফিস, সমাজ সেবা অফিস ও মহিলা বিষয়ক অফিস নির্মাণ করেন। এরপর ২০০২ সালে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করলে রাজস্ব/নেজারত/২৭-২/২০০৩/১২৬৮ নং স্বারকে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে চেকের মাধ্যমে ২৩, ৪৫,৯৯৯ টাকা দিয়ে ২০ শতাংশ জমি অধিগ্রহণ করেন। এরপর বাকী ৫৩ শতাংশের সুরাহা আজ অবধি হয়নি। বরং বিভিন্ন ইস্যুতে আমাদের প্রতি পুলিশি নির্যাতন করে যাচ্ছেন বর্তমান ইউএনও নজরুল ইসলাম। তিনি আরো বলেন, আমার বাবা মারা যাবার পর থেকে আমাদের ওপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন তিনি। এমন অবস্থায় আদালতের শরণাপন্ন হয়ে নাটোর যুগ্ম জজ আদালতে মিসকেইস দায়ের করলে জবাবে উত্ত সম্পত্তির অধিগ্রহণ করা হবে কি না তার কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে কর পরিশোধ করে মালিকানা সাইনবোর্ড লাগালে ইউএনও তা খুলে ফেলেন ও পুলিশ দিয়ে ধরিয়ে নেয়ার হুমকি দেন। বিষয়টি জেলা প্রশাসকের নিকট জানালেও কোনো কাজ হয়নি বলেও উল্লেখ করেন তারেকুজ্জামান। এসময় তার আত্মীয় অমিতাভ রহমান ও মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। একুশে সংবাদ ডটকম//আরিফ//২৬-০৯-২০১৬
Link copied!