AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিচালনা পর্ষদের সভাপতি সাহারা কেন, জানতে চেয়ে রিট


Ekushey Sangbad

০২:২৭ পিএম, সেপ্টেম্বর ২৬, ২০১৬
পরিচালনা পর্ষদের সভাপতি সাহারা কেন, জানতে চেয়ে রিট

একুশে সংবাদ : রাজধানীর উত্তরার ঢাকা উইমেন কলেজে সংসদ সদস্য সাহারা খাতুনকে পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি হাইকোর্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সংসদ সদস্যদের মনোনীত করার বিধান অবৈধ ঘোষণা করেন। আজ সোমবার কলেজ পরিচালনা পর্ষদের বিদায়ী কমিটির সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুলের পক্ষে আইনজীবী ইউনূছ আলী আকন্দ রিট আবেদনটি করেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার রিট আবেদনের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা। গত ৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সাহারা খাতুনকে কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করার বৈধতা নিয়ে প্রশ্ন করা হয় রিটে। রুলে জানতে চাওয়া হয়, সাহারা খাতুনকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা হবে না এবং চিঠিটি কেন প্রত্যাহার করা হবে না। আইনজীবী ইউনূছ আলী আকন্দ বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সংসদ সদস্যদের মনোনীত করার বিধান অবৈধ ঘোষণা করে চলতি বছরের ৬ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ের মূল চেতনা অনুসারে সংসদ সদস্যরা পরিচালনা পর্ষদে থাকতে পারেন না। রিটে শিক্ষাসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ, সাহারা খাতুনসহ সাতজনকে বিবাদী রাখা হয়।     একুশে সংবাদ ডটকম//এমএ//২৬-০৯-২০১৬
Link copied!