AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে ধান ক্ষেতে আলোক ফাঁদ কর্মসূচী


Ekushey Sangbad

০৪:০৪ পিএম, সেপ্টেম্বর ২৫, ২০১৬
রাণীশংকৈলে ধান ক্ষেতে আলোক ফাঁদ কর্মসূচী

রাণীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলা কৃষি সম্পাসরন অধিদপ্তরের তত্বাবধানে ধান ক্ষেতের শত্রু পোকা-মাকড় নির্ণয় ও নিধনের অংশ হিসেবে ধান ক্ষেতে আলোক ফাদের কার্যক্রম চালানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর রাতে উপজেলার সন্ধ্যারই গ্রামের ঘুঘুডারা নামক স্থানে এ কার্যক্রম চালানো হয়। কৃষি অফিস সুত্রে জানা যায়, কৃষকরা সাধারনত না জেনে বুঝে ধান ক্ষেতে পোকা-দমনের জন্য অযথা টাকা খরচ করেন। কারণ ধান ক্ষেতে পোকা-মাকড় যেমন শত্রু রয়েছে তেমনি বন্ধু পোকাও ধান ক্ষেতে থাকে। তাই আমরা কৃষকদের সচেতনতা ও অযথা অর্থনৈতিক ব্যয় হতে বাঁচানোর উদ্যেশে বিশাল ধান ক্ষেত জুড়ে ক্ষতিকারক পোকা নির্ণয়ের জন্য আলোক ফাদ পরীক্ষা চালিয়ে থাকি। প্রায় ৬৫ হেক্টর ধান ক্ষেতে পরীক্ষা চালানোর সময় দেখা যায়, দুই-চারটি ক্ষতিকারক পোকার উপস্থিত ছাড়া আলোক ফাদে তেমন অন্য কোন পোকার উপস্থিতি চোখে পড়েনি । সম্প্রতি এই ধানক্ষেত গুলোতে ক্ষতি কারক পোকা দমন করায় কোন ক্ষতিকারক পোকা নেই। এ বিষয়ে ঠাকুরগাও কৃষি সম্প্রসারন উপ-পরিচালক আরশেদ আলী জানান, কৃষকদের বাড়তি খরচ বাঁচানোর এবং ভাল ধান পাওয়ার উদ্দেশ্যে আমরা এ কর্মসুচি চালিয়ে যাচ্ছি। এগুলো আমাদের চলমান কার্যক্রম।   একুশে সংবাদ ডটকম//এমএ//২৫-০৯-২০১৬
Link copied!