AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রায় ১০ মাস বিরতির পর মাঠে নামছে টাইগার বাহিনী


Ekushey Sangbad

০১:৫০ পিএম, সেপ্টেম্বর ২৫, ২০১৬
প্রায় ১০ মাস বিরতির পর মাঠে নামছে টাইগার বাহিনী

একুশে সংবাদ :মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রায় ১০ মাসের বেশি সময় বিরতির পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আশার কথা দলে রয়েছেন পেস বোলিং কিংবদন্তি; নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এই ম্যাচ দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন কোর্টনি, শুরু হবে তার বাংলা-অধ্যায়। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন পেস ভরসা তাসকিন আহমেদ। তো সব মিলিয়ে দীর্ঘ বিরতির চ্যালেঞ্জ মাথায় নিয়ে দুরন্ত শুরুর আশা বাংলাদেশের। আজ দুপুর আড়াইটায় বসছে দিবারাত্রির রঙিন ক্রিকেটের আসর! তিন ওয়ানডের সিরিজের সূচনা ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান দল। মাঝে রাজধানীর গুলশানে হলি আর্টিজান হামলা ও আরো কিছু ...। ইংল্যান্ড সিরিজের আকাশে মেঘ। এদিকে ইংল্যান্ড না এলে আন্তর্জাতিক ক্রিকেটে চলমান বিরতি বেড়ে যাবে- এ রকম দৃশ্যপটে আফগানিস্তানের আগমন। অনেক আশায় মাঠে নামছে বাংলাদেশসব অনিশ্চয়তা দূর করে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া। ১০ মাস খেলার মধ্যে না-থাকা বাংলাদেশ দল হঠাৎ পড়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে। ১ অক্টোবর আফগানিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ডের ঢাকায় চলে আসার কথা তার আগের দিনই।     bangladesh-ecstatic-win1 আফগানিস্তান সিরিজের এখন দুটি পরিচয়। কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতে, এটা আরও একটা আন্তর্জাতিক সিরিজ, যা বাংলাদেশ দল ৩-০-তে জিততে চায়। একই সঙ্গে এই তিনটি ওয়ানডে ইংল্যান্ড সিরিজেরও প্রস্তুতি। এ নিয়ে কয়েক দিন আগে ভালো একটা কথা বলেছেন তামিম ইকবাল। প্রায় এক বছর ওয়ানডে থেকে দূরে থাকার পর শুরুতেই ইংল্যান্ডের সামনে পড়ার চেয়ে আগে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে খেলে নেওয়া ভালো। এদিকে এ সিরিজ নিয়ে ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসম গণমাধ্যমকে বলেন, সামনে ইংল্যান্ডের সাথে সিরিজ ছাড়াও ডিসেম্বরে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেটি বিবেচনা করলে আফগানিস্তানের সাথে সিরিজটি একটি দারুণ সুযোগ বাংলাদেশের জন্য। তবে সামনে ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের সাথে ম্যাচ কাজে লাগবে বাংলাদেশের জন্য। তিনি বলেন, গত নবেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডেতে ৩-০তে জিতেছিলো বাংলাদেশ। তার পর ওয়ার্ল্ড টি-টুয়েন্টি ও এশিয়া কাপ টি-টুয়েন্টি খেলার সুযোগ হয়েছিলো বাংলাদেশের জন্য। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের জন্য। অনেক আশায় মাঠে নামছে বাংলাদেশমোহাম্মদ ইসমের মতে, আফগানিস্তান ভালো দল এবং বাংলাদেশের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই তারা। আফগানিস্তান দলটিতে বেশ ভালো কয়েকজন খেলোয়াড় আছেন এবং নতুন কিছু খেলোয়াড়ও উঠে এসেছে বলে জানান তিনি।   images-7 বাংলাদেশ দলের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, দলের প্রায় সবাই ফর্মে আছে। তবে তাসকিন ফিরে এলেও মুস্তাফিজ না থাকার গ্যাপটা থেকেই যায়। নতুন ডাক পাওয়া মোসাদ্দেকও এতদিন ভালো খেলছিলেন বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে। তাছাড়া এবার সিরিজে বাংলাদেশের সাথে থাকছে কোর্টনি ওয়ালশ যা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলেন মন্তব্য করেন তিনি। পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের হয়েই কথা বলছে। টাইগাররা নিজেদের সর্বশেষ ৫টি ওয়ানডেতে জয় পেয়েছে। আফগানরা তিনটি জিতেছে, হার দুটিতে। পরশু বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও জিতেছে আফগানরা। বাংলাদেশও অবশ্য আফগানিস্তানকে ভালো দল মেনেই সিরিজ খেলতে নামছে। পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে আজ তাই সম্ভাব্য সেরা দলই নামানোর কথা প্রথম ম্যাচে। অনেক আশায় মাঠে নামছে বাংলাদেশবিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে আসার পর ওয়ানডেতে গত বছরটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে চারটি সিরিজ খেলে চারটিতেই জয়। মাশরাফির বিশ্বাস, মাঝে এক বছরের বিরতি পড়লেও আফগানিস্তান সিরিজে সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ভালো কিছুর জন্য নিজেদের ওপর আস্থা রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিনায়কের কাছে। হতে পারে এটা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি, কিংবা একটা আলাদা সিরিজ; মাশরাফির দলের কাছে প্রত্যাশা একটাই। ২০১৫ সালের নভেম্বরে যেখানে থেমেছিল সাফল্যের রথ, আন্তর্জাতিক ক্রিকেটে আসন্ন ব্যস্ত সময়ের শুরুটা হবে আজ সেখান থেকেই। আজ প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের মাথায় ‍উঠতে পারে ওয়ানডে ক্যাপ। প্রথম শ্রেণির ক্রিকেট ও প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্সের পর গত শুক্রবার ফতুল্লায় আফগানদের বিপক্ষে লড়াই করেন মোসাদ্দেক একাই। তার ৭৬ রানের ইনিংসটি প্রথম ওয়ানডের একাদশে জায়গা করে দেওয়ার জন্য যথেষ্ট মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া কোচ চন্ডিকা হাথরুসিংহে তার প্রশংসায় পঞ্চমুখ। অনেক আশায় মাঠে নামছে বাংলাদেশতিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বাংলাদেশের। সেক্ষেত্রে সাকিব আল হাসানের সঙ্গে বোলিংয়ে জুটি বাঁধবেন আরেক বাঁহাতি তাইজুল ইসলাম। পেস বিভাগ সামলাতে হতে পারে তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। ওপেনিংয়ে তামিমের সঙ্গী আরেক বাঁহাতি সৌম্য সরকার। এতে সাইড বেঞ্চে বসতে হতে পারে ইমরুল কায়েস, নাসির হোসেন ও শফিউল ইসলামকে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ও রুবেল হোসেন।   একুশে সংবাদ ডটকম//এমএ//২৫-০৯-২০১৬
Link copied!