AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুলশান হামলার পাঁচ জঙ্গির লাশ প্রায় তিন মাস পর দাফন হলো


Ekushey Sangbad

১১:০৬ এএম, সেপ্টেম্বর ২৩, ২০১৬
গুলশান হামলার পাঁচ জঙ্গির লাশ প্রায় তিন মাস পর দাফন হলো

একুশে সংবাদ : গুলশানের হলি আর্টিজানে হামলাকারী পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের মরদেহ প্রায় তিন মাস পর আজ দাফন করা হয়েছে।পরিবার-স্বজনরা লাশ গ্রহণ না করায় এতোদিন লাশগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে ছিলো । বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) মরদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে বিকালে আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে দুপুর ১২টার দিকে ছয়টি মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তিনজন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের ৯ জন প্রতিনিধি ছিলেন। পাঁচ জঙ্গি হলো রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। পরিবার-স্বজনরা লাশ গ্রহণ না করায় এতোদিন লাশগুলো সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে ছিলো। লাশগুলো দাতব্য সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তরের আগে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। স্বজনরা কেউ লাশগুলো নিতে রাজি না হওয়ায় এসব লাশ সংস্থাটির কাছে হস্তান্তর করে পুলিশ। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গির লাশের ময়নাতদন্তের দু’মাসেরও বেশি সময় পাড় হওয়ার পর লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ১ জুলাই গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। রাতভর জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন।   একুশে সংবাদ ডটকম//এমএ//২৩-০৯-২০১৬
Link copied!