AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়াবা তৈরির কারখানা ভারতের সীমান্তে !


Ekushey Sangbad

১২:০৮ পিএম, সেপ্টেম্বর ২১, ২০১৬
ইয়াবা তৈরির কারখানা ভারতের সীমান্তে !

একুশে সংবাদ : দেশে প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের খবর আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। বিশেষ করে মায়ানমার সীমান্ত দিয়ে টেকনাফ-কক্সবাজার হয়ে বাংলাদেশে প্রবেশ করে এসব ইয়াবা। তবে আশঙ্কার বিষয় এ মরণ নেশা ইয়াবা ট্যাবলেট এখন ভারতীয় সীমান্তের ওপারের এলাকা গুলোতেও তৈরি হচ্ছে। ফলে মাদক পাচারকারীরা ফেনসিডিল-মদসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে ইয়াবাও নিয়ে আসছে।   শুধু মায়ানমার নয়, এখন ভারত থেকেও আসতে শুরু করেছে এ মরণ নেশা ইয়াবা ট্যাবলেট। মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের পাশাপাশি ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢুকছে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।   চলতি বছরের ১৬ সেপ্টেম্বর বেনাপোল সীমান্তে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যশোর বেনাপোলসহ এ অঞ্চলের অন্যান্য সীমান্ত এলাকায় আগস্ট মাসে ২৯১ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এছাড়াও এ সীমান্ত এলাকায় এমন বেশ কিছু ইয়াবা চালানও জব্দ করেছে। আর এসব ইয়াবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিজিবি’র দক্ষিণ-পশ্চিমাঞ্চল রিজিওন কার্যালয়ে বাংলাদেশ ও ভারতের সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিমাঞ্চল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খলিল রহমান। তিনি জানান, ‘আমরা ধারণা করছি সীমান্তবর্তী ভারতীয় এলাকায় এসব ইয়াবা তৈরির কারখানা রয়েছে’।   সীমান্ত এলাকার পরিদর্শনকালে স্থানীয়রা সাংবাদিকদের জানায়, যশোর-বেনাপোর সীমান্তে যে সব ইয়াবা আসছে এগুলো ‘ভুয়া ইয়াবা’ নামে পরিচিত। কিন্তু এগুলো ইয়াবা ট্যাবলেট বলেই চালানো হচ্ছে   একুশে সংবাদ ডটকম//এমএ//২১-০৯-২০১৬
Link copied!