AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বয়লার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা


Ekushey Sangbad

১০:৪২ এএম, সেপ্টেম্বর ১৯, ২০১৬
বয়লার বিস্ফোরণের ঘটনায় মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

একুশে সংবাদ : গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় মালিক সৈয়দ মকবুল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কারখানার মালিক মকবুল হোসেনকে। এছাড়া মামলায় কারখানা মালিকের ছেলে, মেয়ে, মেয়ের জামাইদেরও আসামি করা হয়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) একই থানায় মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন ওই কারখানার নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের। এখন পর্যন্ত ওই মামলায় কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। প্রসঙ্গত, শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ওই কারখানায় বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এ সময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে ১১ জন নিহত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৪ জন। এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি এবং নিখোঁজ রয়েছেন ১০ জন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও টঙ্গীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   একুশে সংবাদ ডটকম//এমএ//১৯-০৯-১৬
Link copied!