AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘অনলাইন ফাইট’


Ekushey Sangbad

১০:৪২ এএম, সেপ্টেম্বর ৮, ২০১৬
‘অনলাইন ফাইট’

একুশে সংবাদ: ‘কাঁধে উল্কি আঁকা, চেহারায় মুষ্টিযোদ্ধার ভাব’ এমনই দুজন লড়াকু তরুণ-তরুণীর ভূমিকায় এবার টিভি নাটকে দেখা যাবে কণ্ঠশিল্পী জন কবির ও অভিনেত্রী তিশাকে। নাটকের নাম ‘অনলাইন ফাইট’। এটি যৌথভাবে লিখেছেন ইমেল হক ও মারুফ রেহমান এবং পরিচালনা করেছেন ইমেল হক। নাটকের কাহিনি গড়ে উঠেছে ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে। তিশা রেস্টুরেন্টে তার বান্ধবীসহ ডিনারে যান। সেখানে তারা সেলফি তোলেন, আর ওই সেলফির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় জন কবিরকে। ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে, যা দেখে বিভিন্ন মন্তব্য করেন অনেকে। ফেসবুকে বেড়ে যায় জনের অনুসারীর সংখ্যা। কীভাবে এটা ঘটলো সেই তথ্য অনুসন্ধান করতে গিয়ে তিশার সঙ্গে পরিচয় হয় জনের। এরপর তাদের মধ্যে চলতে থাকে অনলাইন যুদ্ধ। নাটকটি প্রসঙ্গে জন কবির বলেন, ‘অতিমাত্রায় ফেসবুক ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া কী তা এ নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। এর আগে এমন কোনো চরিত্রে অভিনয় করিনি। এমন ভিন্নধাঁচের গল্প বলেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। চরিত্রের পাশাপাশি এর কাহিনিতেও দর্শক নতুনত্ব পাবেন। নাটকে তিশার সঙ্গে আমাকেও লড়াকু বেশে দেখে দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’ ঈদে এনটিভিতে প্রচার হবে নাটকটি।         একুশে সংবাদ ডটকম     //    এম     //    ০৮.০৯.১৬
Link copied!