AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন


Ekushey Sangbad

০৩:২১ পিএম, সেপ্টেম্বর ৫, ২০১৬
সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন

একুশে সংবাদ :সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে  সরকারি কর্মকর্তাদের জন্য মেসেজিং অ্যাপস ‘আলাপন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘এই অ্যাপস দিয়ে কর্মকর্তারা নিজেদের মধ্যে খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন। মতামত শেয়ার করতে পারবেন। এ জন্য কোনো চার্জ নেই। কোনো ফি দিতে হবে না এবং এটি সবচেয়ে বেশি নিরাপদ অ্যাপস।’ আলাপন অ্যাপসটি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের নিজস্ব এই অ্যাপসের সাহায্যে ১৪ লাখ সরকারি কর্মকর্তা নিজেদের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্স ও নানা যোগাযোগ করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে সরকারি কর্মকর্তারা দেশ-বিদেশ থেকে নিজেদের মধ্যে কথোপকথন এবং গোষ্ঠীগত আলাপ বা গ্রুপসেট করতে পারবেন। এছাড়া এটি ব্যবহার করে সহজেই সরকারের নানা নির্দেশনা প্রত্যন্ত এলাকায় কর্মীদের কাছে পৌঁছে দেওয়া যাবে।     একুশে সংবাদ ডটকম//এমএ//০৫-০৯-১৬
Link copied!