AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেরানীগঞ্জের জিঞ্জিরার চায়নিজ আইফোন।


Ekushey Sangbad

১১:০৫ এএম, সেপ্টেম্বর ৩, ২০১৬
কেরানীগঞ্জের জিঞ্জিরার চায়নিজ আইফোন।

একুশে সংবাদ: রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের জিঞ্জিরায় তৈরি হইতেছে পৃথিবীর সকল নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন। তবে সেইগুলি আসল নহে, নকল। ‘মেইড ইন জিঞ্জিরা’র অ্যান্ড্রয়েড ও আইফোনের চকচকে লেবেল দেখিয়া আসল-নকল ফারাক করাই কঠিন।     এই ফোনগুলি চলিয়া যাইতেছে অভিজাত শপিংমলে এবং সেখান হইতে সমগ্র দেশে ছড়াইয়া পড়িতেছে ছোট দোকানগুলিতে। আর বিক্রি হইতেছে চায়নিজ ফোন নামে। এমনকি ঢাকা স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামের বারান্দায়ও পাওয়া যাইতেছে ‘চায়নিজ আইফোন’। চীনের যন্ত্রাংশ আর জিঞ্জিরার কারিগর মিলিয়া তৈরি হইতেছে এই সকল মোবাইল ফোন। দেশে প্রতি বত্সর প্রায় এক কোটিরও বেশি মোবাইল ফোনসেট বিক্রয় হইতেছে। আমদানিকৃত এই সকল ফোনসেট আসিতেছে চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশ হইতে। আর কিছু আসিতেছে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা হইতে। তবে বিশেষজ্ঞরা বলিতেছেন, চীন ও ভারত হইতে আমদানিকৃত এবং দেশে তৈরি মানহীন ফোনসেটগুলি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। নিম্নমানের এই সকল ফোনসেটের মধ্যে থাকা রেডিয়েশনের গতি স্বাভাবিক সেটের তুলনায় ৪-৫ গুণ বেশি, যাহা মানবদেহে ক্যান্সারসহ জটিল রোগ সৃষ্টি করে। নকলনবিশি নিয়া আমরা সমালোচনা করিতেই পারি, মান নিয়ন্ত্রণেরও উদ্যোগ লইতে পারি। কিন্তু যে অভাবনীয় উদ্ভাবনী-কুশলতা ও শিল্প-মেধা তাহারা দেখাইয়া চলিয়াছেন তাহাকে আমরা স্বাগতই জানাইব, উত্সাহিত করিব।       একুশে সংবাদ ডটকম    //   এম  //  ০৩.০৯.১৬  
Link copied!