AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দিনে ও গ্রেফতার হয়নি রিশার খুনি , ফের উত্তাল রাজপথ!


Ekushey Sangbad

০৩:৫৯ পিএম, আগস্ট ৩০, ২০১৬
তিন দিনে ও গ্রেফতার হয়নি রিশার খুনি , ফের উত্তাল রাজপথ!

একুশে সংবাদ : রাজধানীর উইলস লিটল ফাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারী ওবায়দুল খান লাপাত্তা।তিন দিন পার হয়ে গেলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই সে ঢাকা থেকে পালিয়ে যায়। এদিকে হত্যাকারীকে গ্রেফতার ও বিচার চেয়ে তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার রাস্তায় নেমেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।রাজধানীর কাকরাইলে আবারও রাজপথে নেমে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে।   পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। তৃতীয় দিনের মতো এই সড়ক অবরোধের কারণে কাকরাইল, পল্টন, সেগুনবাগিচা ও শান্তিনগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।   শিক্ষার্থীরা রিশার হত্যাকারীর বিচারের দাবিতে ‘এক দফা এক দাবি, রিশা হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিচ্ছে। তাদের সঙ্গে নটর ডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নিয়েছে। রিশার হত্যাকারীকে আইনের আওতায় না আনা পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেয় তারা।   এর আগে রোববার ও সোমবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে গতকাল সোমবার ৪৮ ঘণ্টার মধ্যে রিশার খুনিকে গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশ। এই অঙ্গীকার করে পুলিশ আপাতত রাজপথে আন্দোলন না করতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছিল। শিক্ষার্থীরা সোয়া দুইটার দিকে তা মেনে নিয়ে আজ মঙ্গলবার দুপুর ১২ পর্যন্ত আন্দোলন স্থগিত করে।   একুশে সংবাদ ডটকম//এমএ//৩০-০৮-২০১৬
Link copied!