AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাহমিদের গোপন তথ্য ।


Ekushey Sangbad

১২:০৬ পিএম, আগস্ট ২৪, ২০১৬
তাহমিদের গোপন তথ্য ।

একুশে সংবাদ: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর সন্দেহভাজন হিসেবে আটক তাহমিদ হাসিব খান গোয়েন্দাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মুখে তাহমিদের দেয়া গোপন তথ্য যাচাই করে দেখছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে চলাফেরার ভিডিওফুটেজ দেখে গোয়েন্দাদের মনে হয়েছে তাহমিদের সঙ্গে জঙ্গিদের সখ্য আছে। আদালতে তদন্ত সংস্থার দেয়া ফরোয়ার্ডিং কপিতে এসব বিষয় উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে তাহমিদ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা স্পষ্ট করে কিছু বলছেন না। images (8) জিম্মিদশা থেকে মুক্তির পর ব্যবসায়ী পুত্র তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় আটক করে পুলিশ। এরপর দু’দফায় ১৪ দিন (প্রথমে ৬, দ্বিতীয় দফায় ৮ দিন) রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। গুলশান হামলা নিয়ে তাহমিদের দেয়া তথ্য সম্পর্কে ফরোয়ার্ডিং কপিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। তবে এতে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির শনিবার তাহমিদকে আদালতে হাজির করার সময় এসব তথ্য ফরোয়ার্ডিং কপিতে উল্লেখ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি মঙ্গলবার বলেন, যেভাবে ইন্সট্র্যাকশন ছিল, তিনি সেভাবেই কাজ করেছেন। ফরোয়ার্ডিং কপিতে বলা হয়েছে, আট দিনের রিমান্ডে তাহমিদ হাসিব খান হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। জঙ্গিরা উক্ত আসামিকে নিয়ে ঘটনাস্থল ও বিল্ডিংয়ের ছাদে আলাপ-আলোচনা করে। এমনকি ছোট অস্ত্র নিয়ে তাহমিদকে ঘুরাফেরা করতে দেখা গেছে, যা ভিডিওচিত্রে দৃশ্যমান। জঙ্গিদের সঙ্গে উক্ত আসামির সখ্যতার বিষয়ে পাওয়া তথ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তাহমিদ হাসিব খান জঙ্গিদের সহযোগী হতে পারেন, মর্মে গোপন তথ্য পাওয়া যাচ্ছে। এসব তথ্য পর্যালোচন করে পদক্ষেপ গ্রহণ করা হবে বিধায় আসামিকে আপাতত জেলহাজতে আটক রাখা প্রয়োজন। প্রসঙ্গত, তাহমিদের সঙ্গে আটক হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম। তাকে গুলশান মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। দু’দফায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।         একুশে সংবাদ ডটকম    //   এম    //   ২৪.০৮.১৬
Link copied!