AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবশেষে প্রকৃতির কাছে হারমানল নড়াইলের শত বছরের স্বাক্ষি পাকড় বৃক্ষটি কেটে ফেলতে হল ।


Ekushey Sangbad

০৫:১৭ পিএম, আগস্ট ২৩, ২০১৬
অবশেষে প্রকৃতির কাছে হারমানল নড়াইলের শত বছরের স্বাক্ষি পাকড় বৃক্ষটি কেটে ফেলতে হল ।

নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার রাত ভর প্রবল বর্ষনে নড়াইলের প্রান কেন্দ্র মুচিরপুল এলাকার প্রায় শত বছরের প্রাচীন জমিদার বাবু দের পাকড় বৃক্ষটি উপড়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর পড়ে যায়। এতে মানুষের প্রানহানি না ঘটলেও কয়েকটি দোকানঘর ও বৈদ্যতিক তার ছিড়ে ক্ষতি সাধন হয়েছে। এলাকার ব্যবসায়ীদের নিরাপত্তার কারনে অবশেষে এ বৃক্ষটি জেলা পরিষদের তত্বাবধায়নে সোমবার সকালে কাটার কাজ শুরু করেছে। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষনের কারনে পাকড় গাছটি আস্তে আস্তে কয়েকটি দোকান ঘরের উপর হেলতে শুরু করে। রবিবার রাতে প্রবল বষা শুরু হলে গাছটির নিচে থাকা মুদি.মিষ্টির দোকানসহ কয়েকটি দোকান ঘরের উপর উপড়ে পড়ে যায় এবং বৈদ্যতিক তার ছিড়ে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় ব্যবসায়ীরা গাছটি অপসারণের জন্য নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গরি বিশ্বাসের নিকট আবেদন করলে তিনি গাছের মালিক জেলা পরিষদের প্রশাসক ্ এ্যাড. সুবাস চন্দ্র বোসকে জানান। পড়ে আড়াইশ শত বছরে প্রাচীন এ গাছটি কেটে অপসারণের অনুমতি দেন এবং গাছ কাটার খরচ ৮০ হাজার টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিলে সকালে পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু শ্রমিক দিয়ে গাছ কাটার কাজ শুরু করেন। মুচিরপুল এলাকার বিসিট্র ব্যবসায়ী ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জল রায় বলেন বাপ,মার মত আমাদের ছায়াদিয়ে রেখেছিল , বিপুল কুমার দাশ, কুমারেশ দেবনাথ বলেছেন, আমরা প্রায় ৪০-৪৫ বছর ধরে এ গাছের নিচে ব্যবসা করে আসছি। কিন্তু সম্প্রতি এ গাছটি আস্তে আস্তে দোকানের উপর হেলে আসছিল। গত রবিবার রাতে বর্ষায় গাছটি কয়েকটি দোকানের উপর উপড়ে পড়ে। গাছটি কাটা না হলে যেকোন সময় মানুষের প্রানহানিসহ ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে।উপড়ে পড়া গাছের নিচে কোনভাবেই ব্যবসা পরিচালন করা সম্ভব নয়। পৌর কমিশনার শরফুল আলম লিটু বলেছেন, অনেক বছর ধরে এ গাছটি রক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু প্রকৃতির কারণে আর রক্ষা করা হল না। তিনি বলেছেন, গাছটি কাটতে কমপক্ষে এক সপ্তাহ লেগে যাবে। জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, গাছটি কাটার পক্ষে আমরা ছিলাম না। কিন্তু প্রাকৃতিক দূর্যোগে গাছটির গোড়া থেকে মাটি সরে গেছে। বাড়ি, দোকান ও মানুষের ঝুঁকির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বলে গাছটি কাটার সিদ্ধান্ত হয়েছে।       একুশে সংবাদ ডটকম    //   এম   //  ২৩.০৮.১৬  
Link copied!