AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীদের টেনিসে এখনো শীর্ষে সেরেনা


Ekushey Sangbad

০৪:০৫ পিএম, আগস্ট ২৩, ২০১৬
নারীদের টেনিসে এখনো শীর্ষে সেরেনা

একুশে সংবাদ: ডব্লিউটিএ বিশ্ব র‌্যাংকিংয়ে এখনো শীর্ষস্থানটি যথারীতি ধরে রেখেছেন সেরেনা উইলিয়ামস। সিনসিনাতি হার্ডকোট টুর্নামেন্টে এ্যাঞ্জেলিক কারবার ফাইনালে ক্যারোলিনা প্লিসকোভাকে পরাজিত করতে ব্যর্থ হলে সেরেনার আসন পাকা হয়। জার্মান তারকা কারবার যদি শিরোপা জিততে পারতেন তবে সেরেনার টানা ১৮৪ সপ্তাহ শীর্ষস্থানে থাকার রেকর্ডে ছেদ পড়তো। কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন কারবার ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার কাছে ৬-৩, ৬-১ গেমে পরাজিত হয়ে হতাশ করেছেন। এই জয়ে প্লিসকোভা র‌্যাঙ্কিংয়ের ১৭তম স্থান থেকে ১১তম স্থানে উঠে এসেছেন। ইনজুরির কারনে সিনসিনাতিতে খেলা হয়নি সেরেনার। শীর্ষ খেলোয়াড় হিসেবে সাবেক তারকা স্টেফি গ্রাফের সবচেয়ে বেশি সময় ধরে প্রথম স্থান ধরে রাখা থেকে সেরেনা এখন আর মাত্র তিন সপ্তাহ দুরে রয়েছেন। ডব্লিউটিএ র‌্যাংকিংয়ে শীর্ষ ১০এ একমাত্র পরিবর্তনটি হয়েছে আগনিয়েস্কা রাদাওয়ানাস্কার। সিমোনা হালেপকে হটিয়ে আবারো চতুর্থ স্থানটি ফিরে পেয়েছেন রাদাওয়ানাস্কা। শীর্ষ ১০ ডব্লিউটিএ র‌্যাংকিং : ১. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৭০৫০ রেটিং পয়েন্ট ২. এ্যাঞ্জেলিক কারবার (জার্মানি) ৬৮৬০ ৩. গারবিন মুগুরুজা (স্পেন) ৫৮৩০ ৪. আগনিয়েস্কা রাদাওয়ানাস্কা (পোল্যান্ড) ৫৩৪০ ৫. সিমোনা হালেপ (রোমানিয়া) ৫১৫১ ৬. ভেনাস উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ৪০০৫ ৭. ভিক্টোরিয়া আজারেঙ্কা (বুলগেরিয়া) ৩৫৫১ ৮. রবার্তা ভিঞ্চি (ইতালি) ৩৪৬৫ ৯. মাডিসন কেইস (যুক্তরাষ্ট্র) ৩৩৪১ ১০. সেভেতলানা কুজতেসোভা (রাশিয়া) ৩১৯০       একুশে সংবাদ ডটকম   //  এম  //  ২৩.০৮.১৬
Link copied!