AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ বাছাইয়ে এবার ব্রাজিলের নতুন চার ফুটবলার।


Ekushey Sangbad

১১:২৩ এএম, আগস্ট ২৩, ২০১৬
বিশ্বকাপ বাছাইয়ে এবার ব্রাজিলের নতুন চার ফুটবলার।

একুশে সংবাদ: ফুটবলে অলিম্পিক সোনা জয়ের আনন্দে ভাসছে দেশ। তবে বসে থাকার সময় নেই। সামনেই বিশ্বকাপ বাছাইয়ে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাছাইকে সামনে রেখে ২৩ সদস্যে দল ঘোষণা করলেন ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ তিতে। জানিয়ে রাখলেন খেলোয়াড়দের ছন্দে থাকাকেই সবচেয়ে গুরুত্ব দেবেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে জাতীয় দলে ডাক পেয়েছেন নতুন চার ফুটবলার। ব্রাজিলকে অলিম্পিকে প্রথম সোনা এনে দেয়া ৭ ফুটবলারকে ২৩ সদস্যের দলে রেখেছেন তিতে। অলিম্পিক ফাইনালের টাইব্রেকারে জার্মানির একটি শট ঠেকিয়ে দেওয়া গোলরক্ষক ওয়েভারতন প্রথমবারের মতো ডাক পেয়েছেন মূল দলে। জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা বাকি তিন জনও সোনা জয়ী দলের সদস্য- স্ট্রাইকার তাইসন, ডিফেন্ডার ফাগনার ও ডিফেন্সিভ মিডফিল্ডার রাফায়েল কারিয়োকা। কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ব্রাজিল দলে অনেক পরিবর্তন এসেছে। তবে একে বরখাস্ত হওয়া কোচ দুঙ্গার সেই দলকে নতুন করে সাজানো হিসেবে দেখছেন না তিতে। তিনি জানিয়েছেন, যা হয়েছে তা খেলোয়াড়দের ছন্দের জন্যই হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডর ও তার পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষে থাকা চারটি দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে যাবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে খেলতে হবে প্লে-অফ। ব্রাজিল দল: গোলরক্ষক: আলিসন (রোমা), মার্সেলো গ্রোহে (গ্রেমিও), ওয়েভারতন (আতলেতিকো পারানায়েনসে) ডিফেন্ডার: দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), জিল (শানদং লুনেং), মারকুইনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো)। মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), জুলিয়ানো (জেনিত), রাফায়েল কারিয়োকা, (আতলেতিকো মিনেইরো), পাওলিনিয়ো (গুয়াংজো এভারগ্রান্দে), লুকাস লিমা (সান্তোস), রেনেতো আগুস্তো (বেইজিং গুয়ান), ফেলিপে কৌতিনিয়ো (লিভারপুল), উইলিয়ান (চেলসি)। ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), গাব্রিয়েল বারবোসা (সান্তোস), গাব্রিয়েল জেসুস (পালমেইরাস), তাইসন (শাখতার )।     একুশে সংবাদ ডটকম//এম//২৩.০৮.১৬
Link copied!