AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএপি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে শ্বাসকষ্টে ভুগছে অনেকেই


Ekushey Sangbad

১০:১৮ এএম, আগস্ট ২৩, ২০১৬
ডিএপি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে শ্বাসকষ্টে ভুগছে অনেকেই

একুশে সংবাদ : চট্টগ্রাম নগরীর আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার সিইউএফএল সংলগ্ন ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) প্ল্যান্টের ৩০০ টনের অ্যামোনিয়া রিজার্ভ ট্যাংকে লিকেজের কারণে গ্যাস ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে নগরীর পতেঙ্গা, ইপিজেড, আগ্রাবাদ এলাকায় গ্যাসের কারণে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টে ভোগেন। নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম জানান, ডিএপি কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়েছে। ফলে কেউ কেউ শ্বাসকষ্টে ভুগছেন। সার কারখানার প্রকৌশলীরা কাজ করছেন ত্রুটি সারাতে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। CUFL_Injured_Chittagong     সিইউএফএল'র ব্যবস্থাপনা পরিচালক জানান, ডিএপি কারখানার এমডির সঙ্গে তিনিও দুর্ঘটনাস্থলে আছেন। প্রকৌশলীরা কাজ করছেন দ্রুত ত্রুটি সারাতে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত মো. মামুন জানান, পটিয়া, লামারবাজার, নন্দনকানন স্টেশন থেকে চারটি গাড়ি পাঠানো হয়েছে। ডিএপির একজন কর্মকর্তা জানান, অ্যামোনিয়া গ্যাসে আক্রান্তদের পানিতে ভিনেগার মিশিয়ে খাওয়াতে হবে। চোখে মুখে পানি ছিটাতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, শ্বাসকষ্ট নিয়ে ৪০ জন ভর্তি হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন আনসার সদস্যও আছেন।       একুশে সংবাদ ডটকম //এম এ//২৩-০৮-২০১৬
Link copied!