AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রো রো ফেরি বন্ধ,লঞ্চ চলাচল শুরু ।


Ekushey Sangbad

০২:০৭ পিএম, আগস্ট ২২, ২০১৬
রো রো ফেরি বন্ধ,লঞ্চ চলাচল শুরু ।

একুমে সংবাদ: ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ছয়টা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে। এদিকে সকাল সাড়ে সাতটার দিকে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল সাতটার দিকে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। নাব্যতা সংকটের কারণে পদ্মার মাঝে ডুবচরে আটকা পড়ে। দুই ঘণ্টা পর সকাল নয়টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে এখন নতুন নাব্যতা সংকট তৈরি হয়েছে। উজানের পানির সঙ্গে পলি এসে চ্যানেল বন্ধ হয়ে গেছে। এই নাব্যতার মধ্যে ছোট ফেরি চলতে পারলেও রো রো বা বড় আকারের ফেরি চলতে পারছে না। ফলে চারটি রো রো ফেরির চলাচল সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত চ্যানেল খনন না করা পর্যন্ত রো রো ফেরি চলা সম্ভব হবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তাই দ্রুত চ্যানেল খননের দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া ও কাওরাকান্দি ঘাটে যানবাহনের ভিড়ও বাড়ছে।   একুশে সংবাদ ডটকম   //  এম   //  ২২.০৮/.১৬
Link copied!