AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাঁর বক্তৃতায় বলেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর জন্মভূমি নড়াইলে আসতে পেরে সন্মানিত বোধ করছি


Ekushey Sangbad

০৩:৫৭ পিএম, আগস্ট ২০, ২০১৬
ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাঁর বক্তৃতায় বলেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী শুভ্রা মুখার্জীর জন্মভূমি নড়াইলে আসতে পেরে সন্মানিত বোধ করছি

নড়াইল জেলা প্রতিনিধি■ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সহধর্মিনী নড়াইলের মেয়ে প্রয়াত শুভ্রা মুখার্জীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার তুলারামপুরে আলোচনা সভা ও সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বৃহস্পতিবার শুভ্রা মুখার্জীর স্ব-ইচ্ছায় নির্মিত শ্রীশ্রী গোপাল মন্দিরে আতœার শান্তি কামনা করে পূজা অর্চনা,গীতাপাঠ, গীতাদান,অন্নদান,বস্ত্রদান ও নামসংকীর্তন।শুক্রবার বিকেে শুভ্রা মুখার্জীর জীবন-কর্ম নিয়ে শ্রীশ্রী গোপাল মন্দির ও কালি মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভ অনুষ্ঠিত হয়।বিসতারিত উজ্জ্বল রায়ের রির্পোটে শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমান। প্রধান অতিথি ড.মশিউর রহমান তাঁর বক্তৃতায় বলেন,শুভ্রা মুখার্জী এদেশ তথা এদেশের মানুষকে হদয় থেকে ভালো বাসতেন তিনি। সব সময় তিনি তাঁর প্রিয় জন্মভুমি বাংলাদেশকে উপলব্দি করতেন।ছোটবেলা নড়াইল ছেড়ে চলে গেলেও তাঁর অন্তরে থেকে গেছে জন্মভূমি তথা বাংলাদেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা।দু’দেশের মানুষের মাঝে সেতুবন্ধনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। বিশেষ অতিথির বক্তৃতায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা তাঁর বক্তৃতায় বলেন, শুভ্রা মুখার্জীর জন্মভূমিতে আসতে পেরে সন্মানিত বোধ করছি।কারণ হিসেবে তিনি উল্লেখ করে বলেন,দু’দেশের মানুষের বন্ধু ছিলেন শুভ্রা মুখার্জী।তিনি ছিলেন অতিথি পরায়ণ।তাঁর মহিমান্বিত কাজগুলি চিরদিন আমাদের মাঝে প্রেরণার উৎসাহ হয়ে থাকবে।ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের নিদর্শন হিসেবে তিনি বলেন, যোগাযোগের সুবিধার্থে অচিরেই খুলনা-বেনাপোল-কলকাতা ট্রেন লাইন চালু হবে। তিনি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শুভেচ্ছাও সবাইকে পৌঁছে দেন তিনি।শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের উন্নয়নে তিনি সবসময় ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।এখানে বক্তব্য দেয়ার আগে তিনি নড়াইল রামকৃষ্ঞ আশ্রম মঠ পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, ২০১৩ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মূখার্জী ও তাঁর সহধর্মিনী শুভ্রা মুখার্জী যোগ দিয়ে আমাদেরকে ধন্য করেছিলেন। শুভ্রা মুখার্জীর কথায় সেদিন বুঝেছিলাম তিনি এদেশ তথা এদেশের মানুষ ও ছাত্রছাত্রীদেরকে অন্তর থেকে ভালোবাসেন। তিনি বেঁচে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভারত সরকারের আমন্ত্রণে সেদেশ সফরে গিয়েছিলেন। সফরের এক পর্যায়ে রাষ্ট্রপতি প্রণব মূখার্জীর সাথে তাদের আনুষ্ঠানিক সাক্ষাৎ শেষ হলে শুভ্রা মুখার্জী নিজে এসে এদেশের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।মা যেমন সন্তানদের সাথে হভালোবাসা দিয়ে কথা বলেন,তেমনভাবে তিনি এদেশের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেছিলেন।ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেছিলেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্ত্রী শুভ্রা মুখার্জী ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন।মা মীরা রানী ঘোষ আর বাবা অমরেন্দ্র ঘোষের আদরের মেয়ে ছিলেন প্রণব পতœী শুভ্রা ঘোষ।প্রণব মুখার্জীর সাথে প্রণয়ের পর ‘শুভ্রা মুখার্জী’ হিসেবে পরিচিতি পান তিনি (শুভ্রা )। শুভ্রা মুখার্জী পেশায় ছিলেন অধ্যাপক। গত বছরের ১৮ আগস্ট ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান       একুশে সংবাদ ডটকম    //   এম    //   ২০.০৮.১৬
Link copied!