AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিমলায় এক সংখ্যালঘুর বসতবাড়িতে আগুন দিয়ে সর্বস্ব জালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা!!


Ekushey Sangbad

০৩:০৯ পিএম, আগস্ট ২০, ২০১৬
ডিমলায় এক সংখ্যালঘুর বসতবাড়িতে আগুন দিয়ে সর্বস্ব জালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা!!

একুশে সংবাদ: নীলফামারীর ডিমলায় দ্বিজেন হাজরা (৬০) নামের এক সংখ্যালঘু পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে সর্বস্ব পুড়িয়ে ছাই করে দেবার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের সুঠিবাড়ি বাজার এলাকার বানিয়া পাড়ার গ্রামে। এতে ওই পরিবারের তিনটি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র,প্রয়োজনীয় জিনিষপত্র,বাইসাইকেল,ব্যবহৃত চারটি বড় ঢাক-ঢোল,বাসনপত্তর, ও নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই করে দেবার অভিযোগ উঠেছে। এ ঘটনার রাতেই দ্বিজেনের ছেলে নারায়ন বাদী হয়ে একই এলাকার আঃরহিম খানসহ তার দুই ছেলে,স্ত্রী,বউমা এবং উক্ত ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক প্র্র্রতিবেশি-ছবু মামুদের পুত্র হাবিব হোসেনসহ মোট ছয়জনের নামে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং১২,-তাং-১৮/০৮/২০১৬ ইং।অবশ্য ঘটনার পর পরেই বিষয়টি নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধার আফতাব উদ্দিন সরকার অবগত হবার সাথে সাথেই ক্ষতিগ্রস্হ্য পরিবারটিকে তিন বাইন ঢেউটিন অনুদান দিয়েছেন। শুক্রবার বিকালে সরেজমিনে ক্ষতিগ্রস্থ্য পরিবারটি দেখতে স্হানীয় সাংবাদিকরা গেলে গৃহকর্তা দ্বিজেন হাজরা ও তার পুত্র মামলার বাদী নারায়ন জানান, প্রায় ৫০বছর ধরে এই ভিটায় বসতবাড়ি করে বসবাস করলেও জমির নামে মাত্র মালিক হালিমের কাছ থেকে বেশকিছু মাস পুর্বে চুপ করে গোপনে জমিটি ক্রয় করেন প্রতিবেশি আঃ রহিম খলিফা নামের এক ব্যক্তি। তারা ইতিপুর্বে জমিটি ক্রয় করেছে বলে তাই তাদের এখান থেকে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বলেন।অন্যথায় জোর পুর্বক বসতবাড়ি উচ্ছেদ করে দিবেন বলেও বিভিন্ন সময়ে একাধিকবার হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন তাদের অনুপস্থিতির সুযোগে ঘরে জমি কেনা বাবদ জমাকৃত একলক্ষ ষাইট হাজার নগদ টাকা লুট করে নিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে উচ্ছেদের পায়তারা করেছেন।তাই গত বৃহস্পতিবার রাতেই তাদের পরিবারের পক্ষে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তারা। মৃত নারায়ন হাজরার ছেলে দ্বিজেন হাজরা- এলাকায় বাঁশজাত দ্রব্য যেমন ডালি,কুলা,খোপড়া,ঢাক-ঢোল তৈরীসহ বিভিন্ন অনুষ্ঠানে ঢাক-ঢোল বাজিয়ে উপার্জন করে কোনো রকমে জীবন-যাপন করে আসছেন।তা নিজের কোন জায়গাজমি না থাকায় তাকে বসতঘর তুলে থাকার জায়গা করে দেন জমির পুর্বের মালিক আব্দুল হালিম বিএসসি। এদিকে রহিম খলিফা তার প্রতি আগুন লাগিয়ে দেবার ঘটনাটি অস্বীকার করে বলেন, তার পক্ষের কেহই দ্বিজেন হাজরার বাড়িতে অগ্নিসংযোগ করেনি।এই আগুন রহস্যজনক বলেও জানান তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা-এস,আই লতিফ মামলার বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।আসামীদের ধরতেও পুলিশ তৎপর রয়েছেন। গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান -শরীফ ইবনে ফয়সাল মুন জানান,ঘটনাটি মর্মান্তিক হলেও যাতে আবারও নতুন করে কোনো পক্ষই ক্ষতিগ্রস্হ্য না হয় তাই স্থানীয়ভাবে সমাধান করার চেস্টা অব্যাহত রয়েছে। একুশে সংবাদ ডটকম // এম // ২০.০৮.১৬  
Link copied!