AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন অ্যাথলেট ছিনতাইয়ের শিকার হননি ।


Ekushey Sangbad

০৯:৫৩ এএম, আগস্ট ১৯, ২০১৬
মার্কিন অ্যাথলেট ছিনতাইয়ের শিকার হননি ।

একুশে সংবাদ: জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলো দুই মার্কিন সাতারু গানার বেন্তজ ও জ্যাক কনগারকে। তবে তারা ছিনতাইয়ের শিকার হননি বলে দাবি করেছেন ব্রাজিলের পুলিশ। মূলত ছিনতাইয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাদেরকে বিমান থেকে নামিয়ে আনা হয়। অ্যাথলেটরা দাবি করেন, রবিবার সকালে এই দুই অ্যাথলেটের সঙ্গে লোচেট এবং সাঁতারু জিমি ফিওজেন বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। লোচেট অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা সাঁতারু। ছিনতাইয়ের কথা তারা পুলিশকে জানালে তদন্ত শুরু হয়। মূলত তাদের ছিনতাইকারীদের তদন্তের স্বার্থেই দুই মার্কিন সাঁতারুর ফ্লাইট আটকে দেয় রিও পুলিশ। তবে লোচেত আগেই দেশে ফিরে যান। রিও’র সিভিল পুলিশ প্রধান ফার্নান্দো ভেলসো বলেন, চার অ্যাথলেট ছিনতাইয়ের শিকার হননি। তিনি বলেন, এই অ্যাথলেটরা ছিনতাইয়ের শিকার হননি। তাদের দাবিকৃত অপরাধ আসলে ঘটেনি। তিনি আরো জানান, মার্কিন এক অ্যাথলেটে এক পেট্রোল স্টেশনের টয়লেট ভাংচুর করেন। পরে সশস্ত্র নিরাপত্তা বাহিনী সেখানে উপস্থিত হলে, তারা ক্ষতিপূরণ দিয়ে বের হয়ে যান। ভেলসো আরো বলেন, একজন অ্যাথলেট অসৌজন্যমূলক আচরণ করার কারণে বন্দুক দেখিয়ে তাকে থামাতে হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, মিথ্যা অভিযোগ ও ভাংচুরের জন্য তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও নেয়া হতে পারে। তবে বৃহস্পতিবার অ্যাথলেটদের আইনজীবী জানান, তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এবং তারা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।       একুশে সংবাদ ডটকম   //   এম   //  ১৯.০৮.১৬
Link copied!