AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে হল নির্মাণে তিন ঘণ্টা ক্লাস বর্জনের কর্মসূচি ।।


Ekushey Sangbad

০২:১৫ পিএম, আগস্ট ৭, ২০১৬
জবিতে হল নির্মাণে তিন ঘণ্টা ক্লাস বর্জনের কর্মসূচি ।।

একুশে সংবাদ: সদ্য বিলুপ্ত পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারগারের স্থানে নতুন হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনের দাবিতে আগামীকাল সোমবার থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি দেয়া হয়। এদিকে রোববার সকাল ১০টা থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সমাবেশ করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক মিছিল নিয়ে এসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। পরে তারা দফায় দফায় ক্যাম্পাসে মিছিল করেন। মিছিলটি তিনবার ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর প্রধান ফটকে তালা লাগিয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত চলে এই অবস্থান। পরে আগামীকাল সোমবার থেকে প্রত্যেক দিন তিন ঘণ্টা করে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার কারণে ঢাকায় বাসাভাড়া নিয়ে তাদের থাকা কঠিন হয়ে পড়েছে। অনেক জায়গায় বাসা ছেড়ে দেয়ার নোটিশ দিয়েছেন মালিকরা। অনেক জায়গায় বাসাভাড়া বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে আমরা (শিক্ষার্থী) এখন নিরুপায়। এজন্য শিক্ষার্থীদের দাবি ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার তাদের আবাসিক হল হিসেবে দেয়া হোক। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হয়। এখন সেখানে পার্ক করার সিদ্ধান্ত হয়েছে। তবে গত ১ আগস্ট থেকে এখানে হল নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একুশে সংবাদ ডটকম//এম//০৭০৮.১৬
Link copied!