AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন থাকলেও এর বাস্তবায়ন নেই: মোঃ আশরাফুল আলম (সাগর)


Ekushey Sangbad

১০:২৮ এএম, মে ১৬, ২০১৬
দেশে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন থাকলেও এর বাস্তবায়ন নেই: মোঃ আশরাফুল আলম (সাগর)

একুশে সংবাদ: দেশে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন থাকলেও এর তেমন কোন বাস্তবায়ন নেই” বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর)|সোমবার (১৬ ই মে) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,“ ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সালে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে অধিকতর ফলপ্রসূ করতে পরিবর্তন আনেন। কিন্তু গৃহীত পদক্ষেপ ও আইনের সব বিষয় বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিকতার অভাব রয়েছে। ফলে দিন দিন ধূমপায়ীর সংখ্যা বেড়েই যাচ্ছে।” মানবাধিকার সংগঠক আশরাফুল আলম বলেন, “এ দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে জরিমানার বিধান করা হলেও আইনের বাস্তবায়ন তেমন একটা দেখা যায় না। সরকারী অফিস,শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, থানা এমনকি হাসপাতাল থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই আইনের লঙ্ঘন হচ্ছে। এমনকি আইন কার্যকরের দায়িত্ব যাঁদের ওপর, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কখনো কখনো কর্তব্যরত অবস্থায় জনসমক্ষে ধূমপান করতে দেখা যায়। ফলে দিনে দিনে ধূমপায়ীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) বলেন, “ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে প্রচারণাও অনেক কম দেখা যায়। ধূমপান প্রতিরোধ করতে হবে। তামাক উত্পাদন বন্ধেও আরও শক্ত আইন ও এর বাস্তবায়ন খুব জরুরি। সেই সঙ্গে তামাকজাত পণ্যের করের হার আরও বৃদ্ধি করতে হবে। এতে সরকার অতিরিক্ত রাজস্ব আয় করবে এবং ধূমপায়ীরা ধূমপান অনেকাংশে ছেড়ে দেবে। "এসময়ে, ধূমপান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সকলের সজাগ দৃষ্টি ও আন্তরিক হওয়ার আহ্বান জানান,ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর)।
Link copied!