AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে জল্লাদ ওমরকে ৭১ এর যুদ্ধাপরাধে গ্রেফতার দেখানোর নির্দেশ


Ekushey Sangbad

০১:৫৯ পিএম, মে ৪, ২০১৬
নড়াইলে জল্লাদ ওমরকে ৭১ এর যুদ্ধাপরাধে গ্রেফতার দেখানোর নির্দেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে ‘জল্লাদ’ হিসেবে পরিচিত আব্দুল ওহাব ও ওমর আলী শেখকে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের এক আবেদনের শুনানির পর বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল এই আদেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, আগামী ১৮ মে পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায়, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নাশকতার মামলায় আব্দুল ওহাবকে ২০১৫ সালের ১০ ডিসেম্বর সদর উপজেলার ফুলশ্বর গ্রাম থেকে এবং ওমর আলী শেখকে ২০১৬ সালের গত ২ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার বরাশুলা থেকে আটক করা হয়। বতর্মানে তারা নড়াইল জেলা কারাগারের আটক আছেন। গতকাল ট্রাইবুনালে আবেদনটি উপস্থাপন করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তিনি বলেন, চলতি বছরের ২১ মার্চ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা একাত্তরে নড়াইলের তুলারামপুরে হত্যার দুটি ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছেন। তারা এরই মধ্যে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন জানিয়ে তিনি তাদেরকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চান, বলেন এই প্রসিকিউটর। যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার না দেখালে তারা যে কোনো সময় কারাগার থেকে বেরিয়ে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়, বলেন রেজিয়া। নড়াইলের মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এসএ মতিন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে নড়াইল শহরের পুরাতন লঞ্চঘাটে রাজাকাররা ক্যাম্প স্থাপন করা হয়। “শান্তি কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার সোলায়মানের নির্দেশে জল্লাদ ওহাব ও ওমর অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে জবাই করে লাশ চিত্রা নদীতে ফেলে দিয়েছে।” তাদেরকে বিচারের আওতায় আনায় স্বস্তি প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। একুশে সংবাদ /এস/০৪-০৫-১৬
Link copied!