AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস ভাড়া কমলো ৩ পয়সা


Ekushey Sangbad

০৬:৪৩ পিএম, মে ৩, ২০১৬
বাস ভাড়া কমলো ৩ পয়সা

একুশে সংবাদ: দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমিয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রাম মহানগরী বাদে সারা দেশে ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে। নতুন এ ভাড়া কার্যকর হবে আগামী ১৫ মে থেকে। মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানোর সুপারিশ করে ‘দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন ভাড়া নির্ধারণ সুপারিশ প্রণয়ন কমিটি’। তিন পয়সা হিসাবে ঢাকা-সিলেট রুটে সাত টাকা, ঢাকা-রাজশাহী রুটে ছয় টাকা, ঢাকা-রংপুর রুটে ১২ টাকা কমবে। ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া কমবে সাত টাকা, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-বান্দরবান রুটে সর্বোচ্চ ১৪ টাকা ভাড়া কমবে। ঢাকা-ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১৩ টাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় এক টাকা ৪৫ পয়সা করা হয়। গত ২৪ এপ্রিল কমানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এর পর থেকে দূরপাল্লা রুটে ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে ডিজেলের দাম মাত্র তিন টাকা কমানোয় ভাড়ায় খুব একটা প্রভাব পড়বে না। ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় ডিজেলের দাম ১১ টাকা কমানো হয়। সে সময় পরিবহনের ভাড়া ১১ পয়সা কমানো হয়। সে সময় থেকেই জ্বালানির মূল্য এক টাকা হ্রাস পেলে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া এক পয়সা কমানোর প্রক্রিয়া চালু হয়। তবে ২০১১ ও ২০১৩ সালে এ নিয়ম লঙ্ঘন করা হয়। এ সময় দুই দফায় ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি পেলেও দূরপাল্লার ভাড়া বৃদ্ধি করে ২৫ পয়সা। একুশে সংবাদ/এস/০৩-০৫-১৬
Link copied!