AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আট বাংলাদেশি জঙ্গি সিঙ্গাপুরে গ্রেপ্তার


Ekushey Sangbad

০৪:০৮ পিএম, মে ৩, ২০১৬
আট বাংলাদেশি জঙ্গি সিঙ্গাপুরে গ্রেপ্তার

একুশে সংবাদ : দেশে হত্যা ও হামলার পরিকল্পনার অভিযোগে সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই সিঙ্গাপুরে নির্মাণ ও জাহাজ শিল্পে কাজ করতো। তাদের কাছ থেকে বোমা তৈরির নিয়ম-কানুন সম্বলিত ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছে বাংলাদেশ সরকার ও সেনা কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে। এদের ওপর হামলার পরিকল্পনা ছিলো এই গ্রুপটির। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরীফুল ইসলাম (২৭), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. কায়সার জাবেদ (৩০) এবং ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)। এদের মধ্যে কেবল মিজানুর রহমান সিঙ্গাপুরের দীর্ঘ মেয়াদে থাকার অনুমতি পাওয়া। স্বরাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চে মিজানুর রহমান অন্যদের নিয়ে ইসলামিক স্টেট ইন বাংলাদেশ নামে একটি গ্রুপ খোলেন। এদের সবার সিরিয়ায় চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সিরিয়ায় যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে তারা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করে। সেখানে সরকার উচ্ছেদে তাদের কর্মকাণ্ড শুরুর ইচ্ছা ছিলো। মূলত বাংলাদেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ও একে আইএসের স্বঘোষিত খেলাফতের আওয়তায় নিয়ে আসার পরিকল্পনা ছিলো তাদের। মন্ত্রণালয় আরো জানিয়েছে, সদস্য সংখ্যা বাড়াতে গ্রুপটির সদস্যরা সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করেছিল। বাংলাদেশে সন্ত্রাসী হামলা চালাতে প্রয়োজনী অস্ত্রশস্ত্র কেনার জন্য তারা অর্থও সংগ্রহ করেছিল। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে এ অর্থও জব্দ করা হয়েছে। আইএসআইএসকে সমর্থণ করায় গ্রুপটিকে সিঙ্গাপুরের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। একুশে সংবাদ ডটকম/এম এ/০৩-০৫-২০১৬
Link copied!