AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-যশোর রেললাইন ব্যয় ৩৪ হাজার ৯ শত ৮৮ কোটি ৮৬ লাখ টাকা


Ekushey Sangbad

০১:৫৩ পিএম, মে ৩, ২০১৬
ঢাকা-যশোর রেললাইন ব্যয় ৩৪ হাজার ৯ শত ৮৮ কোটি ৮৬ লাখ টাকা

একুশে সংবাদ: ঢাকা থেকে রেললাইন যাবে যশোর পর্যন্ত পদ্মা বহুমুখি সেতু হয়ে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯ শত ৮৮ কোটি ৮৬ লাখ টাকা। এ সেতুর উপর দিয়ে রেল লাইন নির্মাণে সহযোগিতা দেবে চীন। প্রকল্পে সহায়তা হিসেবে চীন সরকার দেবে ২৪ হাজার ৭ শত ৪৯ কোটি ৫ লাখ টাকা। বাকি ১০ হাজার ২ শত ৩৯ কোটি ৮১ লাখ টাকা অর্থায়ন করবে সরকার। মঙ্গলবার শেরেবাংলা নগর পরিকল্পনার কমিশনের এনইইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ প্রকল্প অনুমোদন দেয়। এ ছাড়াও বৈঠকে ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে ব্যয় হবে ৪৪ হাজার ১৬৭ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে ১৯ হাজার ২৬৫ কোটি ৮৫ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল হবে ১৫২ কোটি ২৪ লাখ টাকা। প্রকল্পগুলোতে বিদেশী সাহায্য ২৪ হাজার ৭ শত ৪৯ কোটি ৫ লাখ টাকা । বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ. ফ. ম. মোস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। একুশে সংবাদ/এস/০৩-০৫-১৬
Link copied!