AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলের মাকড়াইল স্কুলের ৩য় শ্রেণির ছাত্র তারিকুল ভ্যান চালিয়ে লেখাপড়া করে


Ekushey Sangbad

০১:২৮ পিএম, মে ২, ২০১৬
নড়াইলের মাকড়াইল স্কুলের ৩য় শ্রেণির ছাত্র তারিকুল ভ্যান চালিয়ে লেখাপড়া করে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নিয়তির কি নির্মম পরিহাস হে-দারিদ্র তুমি মোরে করেছ মহান।তুমি মোরে দানিয়াছ খৃষ্টের সন্মান। শিক্ষা গ্রহন করে নিজেকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলার বাসনায় অত্যন্ত পরিশ্রম করেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে নড়াইলের মাকড়াইল গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মোঃ তারিকুল ইসলাম। তারিকুল স্থানীয় মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির একজন মেধাবী ছাত্র। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায়, গতকাল সকালে তারিকুলকে দেখা যায় মাকড়াইলের রাস্তায়। প্রতি দিনের মত বাপের ভ্যানটি নিয়ে বসে আছে যাত্রীর অপেক্ষায়। তার সাথে কথা বলে কিছুতেই জানা গেল না তার পরিবারের করুন কাহিনী। পরিবারের করুণ কাহিনী বলতে গিয়ে কান্নাজড়িত কন্ঠে বলে, জীবনে লেখাপড়া শিখে ভালো কিছু করবো তাতো হলোই না, বাপের রেখে যাওয়া ভ্যানটি নিয়ে আমার নিজেরই রাস্তায় নামতে হয়েছে। গত ২ বছর যাবৎ সে স্কুলের ক্লাস শুরুর আগে ও ছুটির পরে ভ্যান চালিয়ে গভীর রাতে পড়াশুনা করে স্কুলের পড়া প্রস্তুত করে। তারপরও সে কৃতিত্বের সাথে স্কুলে ভাল রেজাল্ট করেছে। তারিকুল ভবিষ্যতে পড়ালেখা করতে পারবে কিনা তা নিয়ে ভীষন দুশ্চিন্তাগ্রস্থ। তারপরও সে কারো কাছ থেকে বিন্দু পরিমাণ সহায়তার আশা করে না। সে বিশ্বাস করে পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। তাই সে পরিশ্রম করে জীবনটাকে সুন্দরভাবে গড়তে চায়। একুশে সংবাদ /এস/০২-০৫-১৬
Link copied!