AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ শুরু


Ekushey Sangbad

১২:৫৪ পিএম, এপ্রিল ৩০, ২০১৬
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ শুরু

একুশে সংবাদ : আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পঞ্চম দফায় দক্ষিণ চব্বিশ পরগনা (৩১), হুগলি (১৮) এবং কলকাতা (৪)-এর ৫৩ আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরু হয় সকাল ৭টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তিন জেলা মিলিয়ে মোট ভোটগ্রহণ কেন্দ্র ১৪,৬৪২। মোট ভোটারের সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৮৩২ জন। এদিন সকাল থেকে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত প্রথম এক ঘন্টায় ভোট শান্তিপূর্ণ। বেহালাতে স্বতন্ত্র দলের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব, সোনারপুর দক্ষিণ, ভাঙড় কেন্দ্রে বাম এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। খানাকুলে সিপিআইএম এজেন্টকে হুমকি। একবালপুর, রাসবিহারী, পার্কসার্কাসের বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ হওয়ায় ভোট প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তারকেশ্বরের ২৬৫ নম্বর বুথে অসুস্থ ভোটারদের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এ দফায় ভাগ্য নির্ধারণ হচ্ছে ৩৪৯ জন প্রার্থীর, এর মধ্যে ৪৩ জন নারী। প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি ৫৩ আসনের প্রতিটিতেই প্রার্থী দিয়েছে। বাম-কংগ্রেস জোট ৩৭ টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে। ২০১১ সালের নির্বাচনে এই ৫৩ টি আসনের মধ্যে ৪৫ টিতে জয় পেয়েছিল রাজ্যটির শাসক দল। বামফ্রন্ট পেয়েছিল ছয়টি। একটি আসন পেয়েছিল এসইউসিআই। তবে এবার বাম-কংগ্রেস জোট হওয়ায় লড়াইটা একটু কঠিন তৃণমূলের কাছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন ভবানীপুর কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দোপাধ্যায়, ওই কেন্দ্র থেকেই বাম-কংগ্রেসের জোট প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসের সাবেক সাংসদ দীপা দাশমুন্সি এবং বিজেপির প্রার্থী রয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সদস্য নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র কুমার বসু। একাধিক মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা হবে এ দফায়। যার মধ্যে রয়েছেন রাজ্যটির বিদ্যুৎ দফতরের মন্ত্রী মণীশ গুপ্ত, ফায়ার সার্ভিসের মন্ত্রী জাভেদ খান, যুবকল্যাণ ও আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী রচপাল সিং, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী গায়ক ইন্দ্রনীল সেন, ফুটবলার মহম্মদ নবি, বিধানসভার ডেপুটি স্পীকার তৃণমূলের সোনালি গুহ, সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেওয়া রাজ্যটির সাবেক মন্ত্রী রেজ্জাক মোল্লা, সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, রবীন দেব ও শতরূপ ঘোষ। একুশে সংবাদ /এস/৩০-০৪-১৬
Link copied!