AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অতি সম্প্রতি হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত : সেতুমন্ত্রী


Ekushey Sangbad

০১:১৬ পিএম, এপ্রিল ২৯, ২০১৬
অতি সম্প্রতি হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত : সেতুমন্ত্রী

একুশে সংবাদ: সেতুমন্সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতি সম্প্রতি যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলো পরিকল্পিত টার্গেটেড (বাছাই করা)। আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর তেতুইবাড়ী এলাকায় ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালের সামনে ঢাকা-টাঙ্গাইল সড়কে একটি আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। ওই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন প্রমুখ। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাঙালি দম্পতিকে সম্প্রতি ঘরে ঢুকে হত্যা করা হয়েছে। তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মাথাব্যথা নেই। কিন্তু কলাবাগানের হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন। মন্ত্রী বলেন, কোনো হত্যাকারী বা খুনিকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। পরিবহনে ভাড়াও কমবে। এ ব্যাপারে বিআরটিএর একটি কমিটি রয়েছে। কমিটি পরিবহন নেতাদের সঙ্গে আগামী সোমবার বৈঠক করে সিদ্ধান্ত নেবে। একুশে সংবাদ /এস/২৯-০৪-১৬
Link copied!