AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রদের রোভার দল ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠন


Ekushey Sangbad

০৪:২২ পিএম, এপ্রিল ২৭, ২০১৬
ছাত্রদের রোভার দল ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠন

একুশে সংবাদ: দেশের সরকারি-বেসরকারি কলেজ, সমমানের মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে রোভার ও রেঞ্জার দল গঠন ‘বাধ্যতামূলক’ বলে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কমপক্ষে ছাত্রদের জন্য একটি রোভার দল ও ছাত্রীদের জন্য একটি রেঞ্জার দল গঠনের নির্দেশনা দিয়ে মঙ্গলবার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ স্কাউটসের নিয়ম অনুযায়ী রোভার এবং গাইডের নিয়ম অনুযায়ী রেঞ্জারের কার্যক্রম পরিচালনা করা হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। পরিপত্রে রোভার ও রেঞ্জার তহবিলের অর্থ সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় নিশ্চিত করার নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘এ-সংক্রান্ত নির্দেশনা যথারীতি অনুসরণ করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’ পরিপত্রে জানানো হয়, ছাত্র ও ছাত্রীদের কাছ থেকে মাথাপিছু ২০ টাকা রোভার স্কাউট ফি ও রেঞ্জার ফি বছরের শুরুতে সেশন চার্জের সঙ্গে আদায় করতে হবে। ছাত্রদের কাছ থেকে আদায় করা টাকা রোভার তহবিলে এবং ছাত্রীদের কাছ থেকে নেওয়া টাকা রেঞ্জার তহবিলে জমা করতে হবে। ছেলেদের ফির ১৫ টাকা প্রতিষ্ঠান-প্রধান ও রোভার স্কাউট সম্পাদকের যৌথ স্বাক্ষরে রোভার তহবিল এবং মেয়েদের ফির ১৫ টাকা প্রতিষ্ঠান প্রধান ও রেঞ্জার গাইডারের যৌথ স্বাক্ষরে রেঞ্জার তহবিল স্থানীয় ব্যাংকে সঞ্চয়ী হিসাবে জমা রাখতে হবে। বাকি ৫ টাকা জেলা রোভার স্কাউটস সম্পাদক ও নির্বাচিত জেলা গাইড কমিশনার বরাবর ক্রসড চেক বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, রোভার দল ও রেঞ্জার ইউনিট পরিচালনাকারী প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক রোভার লিডার এবং রেঞ্জার গাইডারকে মাসিক ২০০ টাকা এবং ‘উড’ ব্যাজধারী লিডার এবং ওয়ারেন্ট গাইডারকে ২৫০ টাকা হারে সম্মানী দিতে হবে। একুশে সংবাদ ডটকম //এ// ২৭-০৪-১৬
Link copied!