AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে আত্মহত্যা


Ekushey Sangbad

০৭:৫৪ পিএম, এপ্রিল ২৬, ২০১৬
আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে আত্মহত্যা

একুশে সংবাদ: ছবি মুক্তি পাওয়ার আগেই আর্থিক ক্ষতির আশঙ্কায় আত্মহত্যা করেছেন এক ভারতীয় প্রযোজক। অজয় কৃষ্ণান নামে ২৯ বছর বয়সী এ প্রযোজক গত শনিবার কেরালার কোল্লামে থিরুমুল্লাভরমে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবি ‘আভারুডি রাভুকাল’এর সফলতা নিয়ে শঙ্কা থেকেই তিনি এ আত্মহত্যার পথ বেছে নেন বলে নিউ ইনডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ। অজয় নিজের ছবি ‘আভারুডি রাভুকাল’-এর প্রিভিউ দেখে হতাশ হয়েই আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। কোল্লাম পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ছবিটি তৈরি করতে তার খরচ হয়েছে ৪ কোটি রুপি। এরপরও ছবিটির সাফল্য নিয়ে শংঙ্কায় ছিলেন অজয়। এমনকি মা-বাবার সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন তিনি।’ পুলিশ কর্মকর্তা আরো জানান, এ সময় তার বাবা রাধাকৃষ্ণান পিল্লাই ও মা জয়কুমারি বাড়িতেই ছিলেন। অজয় কৃষ্ণান প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন আসিফ আলি, উনি মুকুন্দান, আজু ভারগেস, বিনয় ফোর্ট, হানি রোজ এবং লিনা। এটি যৌথভাবে পরিচালনা করেন শানিল মুহাম্মদ ও ফিলিপস ও মাঙ্কি পেন। প্রযোজনার আগে টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অজয় কৃষ্ণান। এ তালিকায় ছিলো পৃথ্বিরাজ অভিনীত ‘মেমোরিস’। প্রযোজক অজয় কৃষ্ণানের আত্মহত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একুশে সংবাদ ডটকম //এ// ২৬-০৪-১৬
Link copied!