AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার ড্রোন করবে হোটেলে খাবার পরিবেশন


Ekushey Sangbad

১১:২১ এএম, এপ্রিল ২৫, ২০১৬
এবার ড্রোন করবে হোটেলে খাবার পরিবেশন

একুশে সংবাদ: এও আবার হয় নাকি উড়ে এসে টেবিলের উপর জুড়ে বসল খাবার। হয় বটে, নেদারল্যান্ডের এইন্ডোভেন ইউনিভার্সিটি অফ সায়েন্সের কাফেতে এমনটাই হতে চলেছে। ‘ব্লু জে' নামে একটি স্বয়ংক্রিয় খুদে ড্রোনে চেপেই খাবার পৌঁছে যাবে সেখানে আসা খদ্দেরদের কাছে। অর্থাৎ আলাদা করে ওয়েটারের জন্য আর অপেক্ষা করতে হবে না। সম্ভবত এটিই বিশ্বের প্রথম ক্যাফে, যা পপ-আপ ড্রোন ব্যবহার করে টেবিলে টেবিলে খাবার পরিবেশনের চমকপ্রদ পদ্ধতিটি চালু করেছে। এইন্ডোভেন ইউনিভার্সিটি অফ সায়েন্সের ২০ জন ছাত্রের ৯ মাসের কঠোর পরিশ্রমের ফলশ্রূতি এই ‘ব্লু-জে'। ছোট্ট সাদা ফ্লাইং সসারের মতো দেখতে পপ-আপ ড্রোনটি। এর শরীরে আছে নীল দুটো চোখও, যাতে টেবিলে বসে থাকা অভুক্ত খদ্দেরটি সহজেই একে শনাক্ত করতে পারেন। কাফেতে খেতে আসা ব্যক্তিরা নিজেদের মতো করে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিটি ড্রোন বানাতে ২০০০ ইউরো করে ব্যয় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ‘ড্রিম অ্যান্ড ডেয়ার' উৎসবটি এবার হীরক জয়ন্তী পালন করতে চলেছে। তার উপহারস্বরূপই এই অভিনব প্রয়াস, যা মিলবে শুধু উইকএন্ডে। শিক্ষার্থীদের দাবি, ‘আগামীর এক ঝলক' তুলে ধরতেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র- ইন্ডিয়া টুডে। একুশে সংবাদ /এস/ ২৫-০৪-১৬
Link copied!