AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল-র ম্যাচে কোহলির সেঞ্চুরি


Ekushey Sangbad

০৭:১৮ পিএম, এপ্রিল ২৪, ২০১৬
আইপিএল-র ম্যাচে কোহলির সেঞ্চুরি

একুশে সংবাদ : ৩৬টি সেঞ্চুরি ছিল ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলির। ২৫টি ওয়ানডেতে, ১১টি টেস্টে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ থেকে ঘরোয়া ম্যাচ-কোনো জায়গায় টি২০তে সেঞ্চুরি করতে পারেননি। এতদিন বয়ে বেড়ানো সেই অপূর্ণতা পূর্ণ করলেন। আইপিএল-র ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। রোববার সৌরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন মাঠে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলতে নামেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন তিনি। শেষ পর্যন্ত টিকে থেকে ১০০ রান করেছেন। আর তাতেই টি২০ ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন। ৬১ বলে ১১টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। কোহলির সেঞ্চুরিতে ২ উইকেটের বিনিময় ১৮০ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু। ওয়াটসন (৬) ও ডি ভিলিয়ার্স (২০) আউট হয়ে যান। তবে কোহলির সঙ্গে সমান তালে ব্যাট করে ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন লুকেশ রাহুল। ৩৫ বলে চারটি চার ও তিনটি ছক্কায় এই স্কোর করেন। ২০০৭ সালে টি২০তে অভিষেক হয় কোহলির। এই ম্যাচের আগে ১৯২ ম্যাচে ১৮০ ইনিংস ব্যাট করেছেন। তাতে তার সর্বোচ্চ স্কোর ছিল ৯৯। অবশেষে ১৮১তম ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। আন্তর্জাতিক টি২০তে ৪৩ ম্যাচে ৪০ ইনিংস ব্যাট করেছেন কোহলি। সেখানে তার সর্বোচ্চ স্কোর ৯০। একুশে সংবাদ ডটকম //এ// ২৪-০৪-১৬
Link copied!