AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প


Ekushey Sangbad

০৫:৫৯ পিএম, এপ্রিল ৩, ২০১৬
ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প

একুশে সংবাদ: ভূমিকম্প যেন দেশ বিদেশ সব জায়গায় বেরেই চলছে । দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। ভূমিকম্পের পর ভানুয়াতু ও তৎসংলগ্ন অঞ্চলে সুনামির আশঙ্কা করা হলেও তা এখন অনেকখানিই কেটে গেছে বলে জানানো হচ্ছে। আজ রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ২৩ মিনিটে দেশটির সানমা প্রদেশের এসপিরিতু সান্তো দ্বীপের পোর্ট অর্লি শহরের ৮১ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ খবর দিয়েছে। সংস্থাটির ভূমিকম্পের খবর দেওয়ার পর সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তবে, ২০ মিনিট পরই সুনামির আশঙ্কা অনেকখানিই কেটে গেছে বলে জানায় সতর্কতা কেন্দ্র। ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্য দ্বীপদেশগুলোর মতো ভানুয়াতুতেও প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। একুশে সংবাদ/এস/০৩-০৪-১৬
Link copied!