AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকুলে ভরে গেছে সালথার প্রতিটি আম গাছ


Ekushey Sangbad

০৩:৩৬ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
মুকুলে ভরে গেছে সালথার প্রতিটি আম গাছ

নগরকান্দা থেকে:  মুকুলে ভরে ফরিদপুর জেলার সালথা উপজেলার প্রতিটি আম গাছ। গুবছরের তুলনায় এবছর উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রত্যেকটি আম গাছে ব্যাপক হারে মুকুল দেখা গেছে। আম সকল ফলের মধ্যে অন্যতম একটি সু-সাধু ফল। এ ছাড়া গ্রামাঞ্চলে মেয়ে-জামাই আদরের প্রাধান খাদ্য হিসেবে দুধের সাথে আম ব্যবহার করা হয়। যেকারণে অন্যান্য ফলের চেয়ে আমের জনপ্রিয়তা গ্রামের মানুষের কাছে অনেক বেশি। তাই এখানকার মানুষ আম গাছ লাগানোর ক্ষেত্রে অলসতা করেন না। নিজেদের প্রয়োজন মিটাতে ব্যাপক আমের চারা রোপন করে থাকে। গাছ লাগানোর পর যতœও নেন বেশি। এয়াড়াও অনেকে বানিজ্যিক ভিত্তিতে শুরু করেছেন আম চাষ। আম চাষ করে সাফল্যও পেয়েছেন অনেকে। উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের রুস্তম শেখ বলেন, আমার বেশকিছু আমের গাছ রয়েছে। এবার গাছে যে পরিমান মুকুল দেখা যাচ্ছে তাতে আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে আমের ভাল ফলন হবে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, গুবছরের তুলনায় এবছর আম গাছে বেশি পরিমান মুকুল এসেছে। আমের মুকুল ভাল রাখার জন্য গাছের মালিকদের ছত্রাকনাশক নোইন পাউডার ও কিটনাশক ঔষধ ¯েপ্র করে গাছে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তারা যদি সঠিকভাবে মুকুলে ভরা গাছগুলোর যতœ নেয় তাহলে ভাল ফলন হবে বলে আশা করি।
Link copied!