AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে ধনিয়া চাষ করে কৃষকের সুদিন


Ekushey Sangbad

০৩:০২ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
নড়াইলে ধনিয়া চাষ করে কৃষকের সুদিন

নড়াইল প্রতিনিধি:  নড়াইলের লোহাগড়ায় কৃষকেরা এ বছরর ব্যাপক ধনিয়া চাষে ঝুঁকে পড়েছেন। তবে এ অঞ্চলে বেলে দোঁআশ ও দোঁয়াশ মাটি ধনিয়া, বাদাম, পেয়াঁজ, সরিষা ইত্যাদি ফসল চাষের জন্য বেশ উপযোগী। গত বছর উপজেলায় ধনিয়া ক্ষেত চোখে না পড়লেও এ মৌসুমে গ্রামের পথ বেয়ে চলার সময় রাস্তার দুপাশে ব্যাপক ধনিয়া ক্ষেত চোখে পড়ছে। ধনিয়া পাতা ও ফসল লোহাগড়ার কৃষকদের কাছে একটি লাভজনক ফসলে পরিণত হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার লক্ষ্যমাত্রার দ্বিগুন অর্জিত হবে। উপজেলার কালনা. রাজুপুর, বাকা, শিংগা, দিঘলিয়া, মল্লি¬কপুর, চাচই, দেবী, শরশুনা, সত্রহাজারী গ্রামসহ বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, সবুজ পতা ও সদা বর্ণের ফুলে ফুলে মৌ মাছির ঝাঁক মধু সংগ্রহের জন্য গুন গুন করছে। শীতের সকাল বেলায় ভেজা মাঠে ধনিয়া ফুলের সুবাস বাতাসে ভাসছে। ধনিয়ার ক্ষেতগুলো দেখে মনে হয় কেউ যেন সবুজের মাঝে সাদা চাদর প্রকৃতির মাঠে বিছিয়ে রেখেছে। এদিকে এক শ্রেনির মধুচাষী ধনিয়া ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছে। চর কালনা গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। ধনিয়া চাষাবাদ খুব সহচ এবং স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল। এছাড়া এ ফসলের ক্ষেতে সেচ ও সার খুব কম লাগে। “আমি এবছর ২৫ শতক জমিতে ধনিয়া আবাদ করেছি। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হবে বলে আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান ধনিয়া চাষাবাদে খরচ ও রোগ বালাই খুব কম হওয়ায় অন্যান্য মৌসূমের তুলনায় এ বছর লোহাগড়ায় কৃষকেরা অধিক হারে ধনিয়া চাষে করেছে। সে কারনে এবছর ৩শ ২৫ হেক্টর জমিতে ধনিয়া চাষের লক্ষ মাত্রা নির্ধারন করা হলেও আবাদ হয়েছে ৪শ ২৫ হেক্টর জমি।
Link copied!