AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তালায় প্রাথমিক শিক্ষায় মা’র ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad

১২:০৩ পিএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
তালায় প্রাথমিক শিক্ষায় মা’র ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:  তালার ৭৫ নং খলিশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রাথমিক শিক্ষায় মা’ এর ভূমিকা শীর্ষক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “যদি প্রত্যেক শিশুর মা হয় সচেতন, প্রাথমিক শিক্ষার গুনগত মান হবে দ্রুত পরিবর্তন” স্লোগানকে সামনে রেখে তালা উপজেলা ইনোভেশন টিম উক্ত কর্মশালার বাস্তবায়ন করে। মঙ্গলবার সকালে খলিশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের এসএমসি সভাপতি চিত্তরঞ্জন চক্রবর্ত্তী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন টিমের সভাপতি মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তৃতা করেন, তালা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও খলিশখালী ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ টেলিভিশন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও খলিশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. মোজাফ্ফর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ রায় চৌধুরী এবং সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান। শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান সুমন’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে শিক্ষক রামপসাদ ঘোষ, মো. আব্দুর রব পলাশ, মনিরুজ্জামান রিপন, রাধিকা মন্ডল, তাপস দাস, শফিকুজ্জামান, কেএম মনিরুজ্জামান, মৌসুমী বিশ্বাস, লায়লা খাতুন, কৌশল্যা গাইন, নাজমা খাতুন, স্কুলের দপ্তরী অমিত ঘোষ, বিদ্যালয়ের এসএমসি পক্ষ্যে আবু বক্কার সরদার, মোল্যা কবির হোসেন, শ্যামলী রানী ঘোষ, শফিকুজ্জামান, সাহারা বেগম, শিক্ষার্থীদের মা’ রতœা রানী নাথ, রাফিজা বেগম, রওশনারা বেগম ও বর্না রানী পাল প্রমুখ বক্তৃতা করেন। কর্মশালায় শতাধিক শিক্ষার্থীর মায়েরা ছাড়াও অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত কর্মশালায় শিশুদের লেখাপড়ায় মায়েদের বিশেষ ভুমিকার কথা উল্লেখ করা হয়। এছাড়া মা ও শিশুর পুষ্টি, শিক্ষার মানন্নোয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ উন্নতিকরন এবং শিক্ষার হার বৃদ্ধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা, শুধুমাত্র মায়েদের অংশগ্রহনে এধরনের গুরুত্বপূর্ন অবহতিকরন কর্মশালা আয়োজন করায় ইনোভেশন টিমকে সাধুবাদ জানান। এব্যাপারে উপজেলা ইনোভেশন টিমের সদস্য ও সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা ইনোভেশন টিমের সভাপতি, উপজেলা নির্র্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান’র নির্দেশনায় তালায় প্রাথমিক শিক্ষায় মা’ এর ভূমিকা শীর্ষক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এরফলে শিশুর শিক্ষায় মায়েদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ন- এবিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। রফিকুল ইসলাম আরও বলেন, তাঁর নেতৃত্বে উপজেলার খলিশখালী ক্লাস্টারভুক্ত ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইতোমধ্যে অধিকাংশ বিদ্যালয়ে এধরনের কর্মশালা সম্পন্ন হয়েছে। এরফলে এলাকায় শিশু শিক্ষার্থীদের মায়েরা বিশেষ ভাবে সচেতনতা লাভ করায় শিক্ষা ক্ষেত্রে শিশুর বিকাশ সাধনের উপর সুযোগ সৃষ্টি হচ্ছে।
Link copied!