AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: ভূমি মন্ত্রী


Ekushey Sangbad

১০:২৪ এএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: ভূমি মন্ত্রী

ঢাকা :  ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, আধুনিকায়ন ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রয়োগ করে ভূমিমন্ত্রণালয়ের দুর্নীতি অনেক কমিয়ে আনা সম্ভব। সে লক্ষ্যেই আমরা এগুচ্ছি। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের আপাদমস্তক দুর্নীতিমুক্ত করার কাজ শুরু করেছি। গতকাল রাজধানীর তোপখানায় বিএমএ ভবন অডিটোরিয়ামে অপরাধ বিচিত্রা’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘দুর্নীতিমুক্ত দেশ আমাদেও স্বপ্ন’ শীর্ষক জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন। ভূমিমন্ত্রী শরীফ বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করতে ইতোমধ্যে আমরা বিদেশ থেকে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করেছি। এর জনবলকে বিদেশ থেকে উন্নত শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার কাজ আমরা শুরু করেছি। ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, গণতন্ত্রের নাম ভাঙ্গিয়ে, গণতন্ত্রের পোশাক পড়ে এদেশে অগণতান্ত্রিক ও অপরাজনৈতিক দল বিগত বিভিন্ন সময়ে মানবাধিকার হরণ, নারীর ক্ষমতায়নে অনীহাসহ নানা অপরাধ ও দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে জাতিকে কুলুসিত করেছিল। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার দেশকে দুর্নীতিমুক্ত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বিদগ্ধজনেরা প্রশ্ন করেছিলেন আপনার শক্তি কী এবং কোথায়? উত্তরে প্রধানমন্ত্রী বলেছিলেন, সততাই আমার শক্তি, সততাই আমার সাহস। মন্ত্রী প্রতিটি মানুষকে অন্তরে শক্তি ও সাহস নিয়ে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী অপরাধ বিচিত্রা পারফরমেন্স এ্যাওয়ার্ডপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট পদক তুলে দেন। অপরাধ বিচিত্রা’র সম্পাদক এস.এম. মোরশেদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন অর রশীদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় সংসদের এম.পি. এডভোকেট সানজিদা খানম সরকারের রূপকল্প বাস্তবায়ন এবং দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হারুন অর রশীদ তাঁর বক্তব্যে বলেন, এদেশের কৃষক, শ্রমিক, চাষী, সাধারণ মানুষ দুর্নীতি করে না। দুর্নীতি করে উচ্চ শিক্ষায় শিক্ষিত সাহেবেরা। জাতীয় সেমিনারে এইচ.এম. রিদওয়ান কবীর রিমন ও বাবরি ইসলাম তুলির সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আলরাজী হাসপাতাল প্রাইভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. ডদদারুল আহসান, হেয়ার এন্ড স্কালপ ক্লিনিক চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মালিক মুক্তিযোদ্ধা হাকীম মোহাম্মদ আইয়ুব, ট্রাস্ট সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান জুলিয়া আক্তার রিনি, অপরাধ বিচিত্রা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান শেখ জাহাঙ্গীর রহমত উল্ল্যাহ, অপরাধ বিচিত্রা’র বার্তা সম্পাদক এম.এ. মোতালেব এবং নাট্যশিল্পী আল আমীন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে আমন্ত্রিত দর্শক শ্রোতা অপরাধ বিচিত্রা আয়োজিত এক মনোজ্ঞ জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আসর উপভোগ করেন।
Link copied!