AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে ৩টি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ


Ekushey Sangbad

০২:৪৩ পিএম, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আত্রাইয়ে ৩টি অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ রেলক্রসিং যেন মৃত্যুফাঁদ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ৩টি অরক্ষিত রেলগেট দিয়ে প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। জানা যায়, আত্রাই রেল ব্রিজের দক্ষিণ পার্শে একটি, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে একটি এবং উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনের উত্তরে একটি রেলক্রসিং রয়েছে। তিনটি রেলক্রসিংই অরক্ষিত। এসব রেলক্রসিং রেলওয়ের অনুমোদিত না হওয়ায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী গেট মির্মাাণেরও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এদিকে এসব রেলক্রসিং দিয়ে প্রতিদিন শতশত ট্রাক, ট্রলি, মাইক্রোবাস, মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে। অসাবধানতা অবলম্বনে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। নামমাত্র বাঁশের অস্থায়ী গেট নির্মাণ করে সেখানে লোক নিয়োগ দেয়া থাকলেও তাদেরকে কোন বেতন ভাতা দেয়া হয় না। ফলে তাদেরকে মানবেতর জীবন যাপন করতে হয়। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তর পার্শের গেটম্যান আনসার আলী বলেন, আমরা উপজেলা প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এখানে রোদ্র বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘদিনে থেকে গেটম্যানের দায়িত্ব পালন করে আসছি। আমাদের কোন বেতন ভাতা দেয়া হয় না। যেসব যানবাহন পারাপার হয় তাদের কাছ থেকে দু’ এক টাকা করে নিয়ে কোনমতে জীবন ধারণ করি। রাজশাহীর বাগমারা উপজেলার সিএনজি চালক আবু বক্কর বলেন, আমরা সিএসজি নিয়ে রেলগেট অতিক্রম করলে ৫ টাকা করে দিতে হয়। এভাবে বিভিন্ন জায়গায় চাঁদা দিতেই অনেক সময় টাকা ফুরিয়ে যায়। আত্রাই রেলস্টেশন সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার রাজু বলেন, যেহেতু রোদ্র বৃষ্টি উপেক্ষা করে আমাদের জীবনকে দুর্ঘটনা থেকে বাঁচাতে তারা গেটম্যানের দায়িত্ব পালন করছে। এ জন্য এ স্ট্যান্ডের আওতায় যত সিএনজি রয়ে তারা প্রত্যেকে সপ্তাহে ১০ টাকা করে গেটম্যানকে দেয়। সামান্য এ আয় দিয়ে তাদের সংসার চালানো কষ্টকর। আহসানগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, এসব গেট রেলওয়ের অনুমোদিত নয়। রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলের উপর দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। এ জন্য এসব রেলক্রসিংগুলোতে স্থায়ী গেট নির্মাণ করা হয়নি। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলের উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
Link copied!