AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উত্তরায় সেঁজুতি নামের ১ হিজড়া গুলিবিদ্ধ


Ekushey Sangbad

০১:২৫ পিএম, ফেব্রুয়ারি ৯, ২০১৬
উত্তরায় সেঁজুতি নামের ১ হিজড়া গুলিবিদ্ধ

রাজধানীর উত্তরায় পশ্চিম ৭ নং সেক্টর এলাকায় হিজড়ার মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে মানিক ওরফে সেঁজুতি (২৮) নামের এক হিজড়া গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ওই এলাকার রাজউক মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেঁজুতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধকে ঢামেকে নিয়ে অপর হিজড়া আপন  জানান, সেঁজুতি ও জিনাহ হিজড়া ওই মার্কেটের পেছনে বিভিন্ন স্থান থেকে টাকা সংগ্রহ করছিল। হঠাৎ করেই দুটি মোটরসাইকেলে চেপে আসে চার হিজড়া। তারা সেঁজুতির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে পিঠে গুলি করে পালিয়ে যায়। আপন হিজড়া জানান, আঘাতকারী ওই চারজনের মধ্যে স্বপ্না, কচি ও সীমা হিজড়া ছিল। অপরজনের নাম তিনি জানাতে পারেননি। অনেকদিন ধরেই তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল বলেও জানান আপন। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, গুলিবিদ্ধ হিজড়া সেঁজুতিকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
Link copied!