AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘নো অ্যানসার’ ভালোবাসা দিবসের নাটক


Ekushey Sangbad

০৩:৪৭ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০১৬
‘নো অ্যানসার’ ভালোবাসা দিবসের নাটক

একুশে সংবাদ: ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘নো অ্যানসার’। সৈয়দ ইরফান উল্লাহর গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। আগামী ১৪ ফেব্রুয়ারি আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকটির গল্পে দেখা যাবে, সায়েম একজন তরুণ নির্মাতা। সায়েমের প্রেমিকা সোহান। সায়েমের কাছ থেকে সোহান যতটা ভালোবাসা বা যত্ন চায়, সেটা সে পায় না। আর সে কারণেই তাদের সম্পর্কে চির ধরে। একপর্যায়ে সায়েমকে ছেড়ে চলে যায় সোহান। প্রথমে সায়েমের খুব একটা খারাপ লাগে না। সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। নতুন নতুন বন্ধু তৈরি করে, মেয়েদের সাথে ঘুরতে যায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সায়েমের মনে হয় তার জীবনে আসলে সোহানকেই দরকার। আর তাই সোহানকে বিয়ের প্রস্তাব দেয় সায়েম। রাগ থাকলেও সায়েমকে ভালোবাসে বলেই বিয়ে করতে রাজি হয় সোহান। কিন্তু এতে তাদের সম্পর্ক আরো খারাপের দিকে এগিয়ে যায়। বিয়ের দিন যতই ঘনিয়ে আসে নিজেদের মধ্যে দূরত্ব আর ঝগড়া ততই বাড়তে থাকে। শেষ পর্যন্ত কী হয় তাদের পরিণতি সেটাই দেখা যাবে ভালোবাসা দিবসে। ytuyturt-376x250 নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “ভালোবাসা দিবস উপলক্ষে যেসব নাটক বানানো হয় সেগুলোতে কাছে আসার গল্পই বেশি বলা হয়। কিন্তু ‘নো অ্যানসার’ নাটকটিতে আমরা একটা পরিস্থিতি তুলে ধরেছি। একটা বাস্তবতা দেখিয়েছি। নাটকটা দেখে দর্শকদের মনে হবে, এমন কেন হলো? এমনটা না হলেও তো পারত!” শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে পরিচালক অমি বলেন, ‘নাটকটার জন্য নিশো ভাই অনেক খেটেছেন। একটা দৃশ্য ছিল যেটা ধারণ করার জন্য নিশো ভাইকে ১৩ তলার সানসেটে দাঁড়াতে হয়েছিল। খুবই ঝুঁকিপূর্ণ ছিল শটটা। কিন্তু নিশো ভাই দারুণভাবে সহযোগিতা করেছেন আর তাই ঠিকভাবে দৃশ্যটা নিতে পেরেছি আমরা। আশা করি দর্শকদের ভালো লাগবে নাটকটা। একুশে সংবাদ ডটকম//এস/০৭-০২-১৬
Link copied!