AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়ায় লাসা ভাইরাস এ ১০১ জনের প্রাণহানি


Ekushey Sangbad

১১:১৫ এএম, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নাইজেরিয়ায় লাসা ভাইরাস এ ১০১ জনের প্রাণহানি

জিকা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এর মধ্যে ফের দাপট ছড়াচ্ছে ভাইরাস জনিত পুরনো জ্বর লাসা।এ জ্বরে শুধু নাইজেরিয়াতেই গত আগস্ট থেকেই মারা গেছেন ১০১ জন। শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নাইজেরিয়ার সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, গত আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাবের পর সবমিলিয়ে ১৭৫ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন। বর্তমানে রাজধানী আবুজাসহ দেশের ১৭টি রাজ্যে লাসা জ্বর ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে আবুজা ও লাওসসহ ১৪টি প্রদেশে মারা গেছেন ১০১ জন। তবে ১৭ কোটি জনগোষ্ঠী অধ্যুষিত দেশটিতে এই লাসা ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। ভয়াবহ এ জ্বরের ভাইরাস ১৯৬৯ সালে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় লাসা শহরে শনাক্ত হয়। পরে শহরটির নাম অনুসারে ভাইরাসটির নামকরণ করা হয়। ইঁদুরের প্রস্রাব-পায়খানার সঙ্গে খাবার কিংবা ঘরের জিনিসপত্র দূষিত হলে এর সংস্পর্শে আসার পর সংক্রমণ হতে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী প্রতিবছর পশ্চিম আফ্রিকায় ১ লাখ থেকে ৩ লাখ মানুষ লাসা জ্বরে আক্রান্ত হয়ে থাকে। এরমধ্যে অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়।
Link copied!