AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসোসিয়েন অব ইউনির্ভাসিটিজ অব এশিয়া এন্ড প্যাসিফিকের ৩১তম সম্মেলনে ১০ টি বিশ্ববিদ্যালয়ের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক


Ekushey Sangbad

০৬:১৭ পিএম, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসোসিয়েন অব ইউনির্ভাসিটিজ অব এশিয়া এন্ড প্যাসিফিকের ৩১তম সম্মেলনে ১০ টি বিশ্ববিদ্যালয়ের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

ঢাকা:  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্প্রতি তাইওয়ানের আই-শো ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ৩১তম এসোশিয়েসন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি-২০১৬) এর বার্ষিক সভায় ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। যুক্তরাজ্য, তাইওয়ান, চীন, কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ফিলিফাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয়ের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এ চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (প্রশাসন) মোঃ ইমরান হোসেন এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ক্যলির্ফোনিয়া ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়, ইউএসএ ন্যাশনাল টাইফাই ইউনিভার্সিটি অব টেকনোলজি, তাইওয়ান, সুরানেরি ইউনিভার্সিটি অব টেকনোলজি, থাইল্যান্ড, ল্যাকিয়াম অব দ্যা ফিলিফাইন ইউনিভার্সিটি ল্যাগুনা, ফিলিফাইন, জ্যাহানজু ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ভকেশনাল কলেজ, চীন ইত্যাদি। এ চুক্তির মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী আদান-প্রদান, সামার প্রোগ্রাম, ইন্টারনশীপ আদান-প্রদান, লাইব্রেরী এবং গবেষণা আদান-প্রদান করতে পারবে। এসোশিয়েসন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (এইউএপি-২০১৬) এর বার্ষিক সভা এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন দেশের নামী-দামী বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিগন তাদের মধ্যে পারষ্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। ২১-২৩ জানুয়ারী ২০১৬ অনুষ্ঠিত এই সভায় বিশ্বের ৭০টির ও বেশী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং উধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের অফিসার সৈয়দ রায়হানুল ইসলাম ডিআইইউ প্রতিনিধি দলের সাথে সভায় যোগদান করেন। ক্যাপশনঃ এসোসিয়েন অব ইউনিভাসিটিজ অব এশিয়া এন্ড প্যাসিফিকের ৩১তম সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ইমরান হোসেন আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ভইিস প্রেসিডেন্ট ড. ল্যারি লিনাম্যান এর সাথে সমঝোতা স্মারক বিনিময় করছেন।
Link copied!