AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বহুদুর যেতে চান মিরাজ


Ekushey Sangbad

০৫:৪৮ পিএম, ফেব্রুয়ারি ২, ২০১৬
বহুদুর যেতে চান মিরাজ

একুশে সংবাদ:নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপের সেরা হয়েই কোয়ার্টার ফাইনালে উঠল বাংলাদেশ। যুব বিশ্বকাপে বাংলাদেশের এই সাফল্যের দিনে দারুণ একটি কীর্তি গড়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি এখন তাঁর ঝুলিতে। দলের সাফল্য এবং ব্যক্তিগত অর্জন মিরাজের কাছে খুবই ভালোলাগার হলেও এখানেই থেমে থাকতে চান না তিনি। পাড়ি দিতে চান আরো বহুদূর। মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘একজন অধিনায়কের কাছে সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে যখন তাঁর নেতৃত্বে দল সাফল্য পায়। তবে আমার কাছে খুবই ভালো লাগছে দলীয় সাফল্যের দিনে ব্যক্তিগত কিছু অর্জন করতে পেরেছি। আসলে আমার একার পক্ষে সম্ভব ছিল না এমন কিছু করা। বলতে হবে দলের সবার সহযোগিতায় এই সাফল্য পেয়েছি।’ তাই সতীর্থদের কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি মিরাজ, ‘সতীর্থরা আমাকে যেভাবে প্রাণখোলা ভালোবাসা দিয়েছে, সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম বলা হবে। সত্যিই তাদের সহযোগিতায় আমার এই সাফল্য।’ এই দলকে নিয়ে আরো অনেক দূর পথ পাড়ি দিতে চান মিরাজ, ‘দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তা আমাদের জন্য অনেক বড় সাফল্য। কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না, আরো অনেক দূর পথ পাড়ি দিতে চাই। আরো বড় সাফল্য দলের ঝুলিতে জমা পড়বে সেই আশাই করছি।’     একুশে সংবাদ ডটকম/ আলম গীর/ ০২.০২.২০১৬
Link copied!