AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয়নুল আবেদিনের ১০১তম জন্মদিন আজ


Ekushey Sangbad

০৩:৪৯ পিএম, ডিসেম্বর ২৯, ২০১৫
জয়নুল আবেদিনের ১০১তম জন্মদিন আজ

দেশের চিত্রশিল্পের নান্দনিক যাত্রা শুরু হয়েছিল যাঁর নিরলস প্রচেষ্টা আর তুলির আঁচড়ে তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন। ২৯ ডিসেম্বর শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মদিন। বাংলাদেশের চিত্রকলার বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন । জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে। মা জয়নাবুন্নেছা ও বাবা তমিজউদ্দিন আহমেদের এ ছেলে মায়ের সোনার মাদুলী বিক্রির টাকায় চারু শিক্ষা নিতে গিয়েছিলেন কলকাতায়। মাকেও কিংবদন্তী করে তোলা বিরল শিল্পপ্রতিভার অধিকারী জয়নুল আবেদিন নিজের শিল্প-দক্ষতার গুণে ছাত্রজীবনেই সর্বভারতীয় পর্যায়ে শিল্পী হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তী কয়েক বছরে মুষ্টিমেয় আধুনিক ভারতীয় শিল্পীর নামের তালিকায় স্থান করে নেন জয়নুল। ১৯৪৮ সালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা তাঁর জীবনের এক মহান কীর্তি। শুধু ইনস্টিটিউট প্রতিষ্ঠাই নয়, শিল্পশিক্ষার একটি উন্নত প্রতিষ্ঠান হিসেবে একে গড়ে তোলার ব্যাপারেও তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। সমগ্র জাতির মধ্যে তিনি শিল্পশিক্ষার যে বীজ বুনেছিলেন তা আজ পরিণত হয়েছে মহীরুহে । প্রতিষ্ঠাকাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। আর মৃত্যু অবধি এ দেশের চিত্রকলা জগৎকে দিয়েছেন নেতৃত্ব। ১৯৭৬ সালের ২৮ মে মাত্র ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ কিংবদন্তি শিল্পী।
Link copied!