AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিলি সীমান্তে ৪ শিশুসহ ৭ ভারতীয় এবং ১ বাংলদেশী আটক


Ekushey Sangbad

০৪:২৬ পিএম, ডিসেম্বর ২২, ২০১৫
হিলি সীমান্তে ৪ শিশুসহ ৭ ভারতীয় এবং ১ বাংলদেশী  আটক

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের হিলি সীমান্তে মঙ্গলবার বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৪ শিশুসহ দু’ পরিবারের ৭ ভারতীয়কে আটক করেছে। অবৈধ্য উপায়ে দেশে প্রবেশের দায়ে তাদেরকে আটক করেন। হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, হিলি বিওপির ২৮৪/৩৯ সাব সীমান্ত পিলার এলাকাদিয়ে তারা ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশে অবৈধ্য অনুপ্রবেশ ঘটায়। এরপর চুড়িপট্টি মহল্লায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাধীন গংঙ্গাারামপুর থানার বলবাড়ি নামক গ্রামের খোকার পুত্র শ্যামল হালদার (৩২), স্ত্রী শিল্পী (২০), ছেলে পান্ডব (১০) ও মেয়ে রুপালী (৭) এবং একই গ্রামের মঙ্গলের স্ত্রী দুলালী (৩০), দু’ ময়ে সুষ্মীতা (১১) ও সুমী (৫)। তাদের টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবার কথা ছিল। তিনি আরো জানান গতকাল সোমবার রাত সাড়ে ১০ টায় বিএসএফ ভারত হিলি ক্যাম্পের সদস্যরা তারিকুল ইসলাম (২৮) নামক এক বাংলাদেশী ভারতে অবৈধ্য অনুপ্রবেশ ঘটালে তাকে আটক করেন। সে বাংলাহিলি বাজার এলাকার খাবর উদ্দিনের ছেলে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিজিবি হিলি সিপি বিওপি ও বিএসএফ ভারত হিলি ক্যাম্প কোম্পনী কমান্ডার পর্যায়ে নিজ নিজ হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
Link copied!