AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের চেয়ে ভালো দেশ মুসলিমদের জন্য নেই : বিজেপি


Ekushey Sangbad

০৬:৪২ পিএম, নভেম্বর ২৪, ২০১৫
ভারতের চেয়ে ভালো দেশ মুসলিমদের জন্য নেই : বিজেপি

একুশে সংবাদঃ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যের জের ধরে বিজেপি নেতা শাহনেওয়াজ হুসেইন বলেছেন, মুসলিমদের জন্য ভারত অবিশ্বাস্য ও অতুলনীয়, বিশ্বের কোনো দেশই এর চেয়ে ভালো নয়। তিনি বলেন, একজন হিন্দুর চেয়ে অন্য প্রতিবেশী ভালো নয়। আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শাহনেওয়াজ বলেন, ‘ভুলে যাবেন না, ভারত আপনাকে তারকা বানিয়েছে। ভারতের চেয়ে ভালো দেশ পাবেন না আমির খান। একমাত্র আমাদের দেশেই একজন শিল্পীর ধর্মের প্রতি মনোযোগ দেওয়া হয় না।’ বিজেপি নেতা বলেন, ‘আপনি ভারত ছেড়ে যেখানেই যাবেন, সেখানেই অসহিষ্ণুতা পাবেন।’ আমির খানের প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থন নিয়ে শাহনেওয়াজ বলেন, ‘কংগ্রেস ১৯৮৪ সালে শিখদের হত্যা করে, যেখানে তাদের আলোচনার আমন্ত্রণ জানানো উচিত ছিল। কংগ্রেস দেশে শত শত দাঙ্গা বাঁধিয়েছে। অসহিষ্ণুতা নিয়ে তাদের শিক্ষাদান ঠিক না।’ গতকাল সোমবার ভারতের ‘গোয়েংকা এক্সিলেন্স ইন জার্নালিজম’পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির বলেন, ‘বাড়িতে আমি যখন কিরণের (স্ত্রী কিরণ রাও) সঙ্গে কথা বলি, সে বলে—আমরা কি ভারত ছেড়ে চলে যাব? আতঙ্ক ছাড়াও নৈরাশ্য বা মন-মরা অনুভূতি বাড়ছে। একটা ভয়াবহ ও অনেক বড় কথা কিরণ বলেছে। সে তার সন্তানের জন্য ভয় পায়। আমাদের আশপাশের পরিবেশ কী রকম হবে, এটা ভেবে সে ভয় পায়। দৈনিক সংবাদপত্র খুলতেই সে ভয় পায়। এ থেকে বোঝা যায়, উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।’ আমির খান বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর একটি অবস্থান নেওয়া জরুরি। তিনি বলেন, ‘নিরাপত্তাহীনতার বোধ বেড়ে চললেও রাজনীতিকদের এ পদক্ষেপ নিতে দেখিনি।’ ভারতে যুক্তিবাদীদের ওপর হামলা, গো-মাংস খাওয়ার গুজবে পিটিয়ে হত্যা, ক্ষমতাসীন বিজেপির বিতর্কিত মন্তব্য, লেখকদের রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দেওয়া ইত্যাদি ঘটনা ধর্মীয় অসহিষ্ণুতার দৃষ্টান্ত।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ২৪.১১.২০১৫
Link copied!