AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘সারাদেশে টেক্সটাইল কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার’


Ekushey Sangbad

০৬:২১ পিএম, নভেম্বর ২৪, ২০১৫
‘সারাদেশে টেক্সটাইল কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার’

একুশে সংবাদঃ ‘গার্মেন্ট সেক্টরের দক্ষ জনবল তৈরি করতে সরকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নিয়েছে।’ মঙ্গলবার বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম রংপুরের পীরগঞ্জ উপজেলার পাটগ্রামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাইট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘গার্মেন্ট সেক্টরের দক্ষ জনবল তৈরিতে সরকার প্রতিটি বৃহত্তর জেলায় একটি করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রতিটি জেলায় একটি করে টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।’ তিনি বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে গার্মেন্ট সেক্টর থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’ তিনি আরো বলেন, ‘প্রতি বছর বিদেশ থেকে যে পরিমাণ রেমিট্যান্স আসে তার সিংহভাগ গার্মেন্ট সেক্টরের। বর্তমানে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার ওই সেক্টর থেকে রেমিটেন্স আসছে। কিন্তু বাংলাদেশে দক্ষ জনবলের অভাবে প্রায় পাঁচ লাখ শ্রমিকের বেতনের সমপরিমান অর্থ ১৩ হাজার বিদেশি দক্ষ শ্রমিকের পিছনে ব্যয় হয়। বিদেশিরা ওই পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে তাদের দেশে নিয়ে যাচ্ছে।’ এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ চৌধুরী, পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, পরিচালক ইসমাইল হোসেন, বিজেএমসি’র চেয়ারমান মেজর জেনারেল হুমায়ন খালেদ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোস্তাইন বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, প্রেসক্লাবের সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, সাবেক সভাপতি সরওয়ার জাহানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এরপর প্রতিমন্ত্রী নির্মাণাধীন মেরিন একাডেমি ও প্রাকৃতিক হিমাগার এবং কাঁচদহ ঘাটে ড. এম এ ওয়াজেদ মিয়া সেতু পরিদর্শন করেন।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ২৪.১১.২০১৫
Link copied!